বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্রাবণী ভূইঁয়া (Shrabani Bhunia)। ইতিপূর্বে স্টার জলসার ‘মাধবীলতা’ (Madhabilata) সিরিয়ালের হাত ধরেই তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন দর্শকমহলে। এই ধারাবাহিকের সংলাপ থেকে শুরু করে বিষয়বস্তু সবটাই মন ছুঁয়েছিল দর্শকদের।
এছাড়া টিআরপি তালিকাতেও ভালোই স্কোর করেছিল শ্রাবণী ভূইঁয়ার এই ধারাবাহিক। ধারাবাহিকে তাঁর বিপরীতে জুটি বেঁধেছিলেন জনপ্রিয় অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায়। টিআরপি তালিকায় স্লট লীডার হয়েও নতুন সিরিয়ালের কোপে অসময়ে বন্ধ হয়ে গিয়েছিল এই সিরিয়ালের সম্প্রচার। এরপর মাত্র কয়েক মাসের বিরতি নিয়েই আরোও একবার টেলিভিশনের পর্দায় কাম ব্যাক করেছেন মাধবীলতা অভিনেত্রী শ্রাবণী।
এখন মাধবীলতা ফিরেছেন মুকুট হয়ে। জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে শ্রাবণী অভিনীত নতুন ধারাবাহিক মুকুট। রাত ন’টার প্রাইম টাইমে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। যখন কিনা প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসায় সম্প্রচারিত হয় এখনকার সেরা বাংলা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। টেলিপাড়া সূত্রে খবর অনুরাগের ছোঁয়াকে টক্কর দিতে জি বাংলায় আনা হয়েছিল শ্রাবণীর মুকুট।
কিন্তু এই সিরিয়ালের জনপ্রিয়তার ধারে কাছেও ঘেঁষতে পারছে না শ্রাবণী অভিনীত এই নতুন সিরিয়াল। যার ফলে এখন টিভিতে তো কেউ এই সিরিয়াল দেখছেনই না এমনকি ফেসবুক কিংবা ওটিটি প্ল্যাটফর্ম গুলিতেও এই সিরিয়ালটি দেখতে চাইছেন না কেউ। কিন্তু কেন? এই বিষয়ে দর্শকদের তরফ থেকে উঠে আসছে বেশ কয়েকটি কারণ।
যার মধ্যে অন্যতম হচ্ছে এই সিরিয়ালের অত্যন্ত বোরিং আর একঘেয়ে গল্প। যা ৫-১০ মিনিটের বেশি সহ্য করতে পারছেন না দর্শক। এছাড়াও আছে বস্তা পচা সব সংলাপ। যার কোনটাই মনে ধরছে না দর্শকদের। তাই এইভাবে দিনের পর দিন দর্শকরা এই সিরিয়াল থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় তার ছাপ পড়ছে টিআরপি তালিকাতেও।
তাই এখন দেখার এইভাবে চলতে থাকলে আর কতদিন এই সিরিয়ালের নির্মাতারা এই সিরিয়ালের সম্প্রচার চালিয়ে যান। আর এই অবস্থা দেখেই অনেকে বলছেন ভাগ্যটাই খারাপ। মাত্র তিন মাসে মাধবীলতা শেষের পর এবার সম্ভবত খুব তাড়াতাড়ি ইতি পড়বে মুকুটের সফরেও।