• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুর্ঘটনার পর কেমন আছেন ‘বাচপান কা পেয়ার’ খ্যাত খুদে ষ্টার! নিজেই ভিডিওবার্তা শেয়ার করল সহদেব

Published on:

সহদেব ডিরডো,Sahdeb Dirdo,বাদশা,Badshah,বাচপান কা পেয়ার,Bachpan Ka Pyar,সোশ্যাল মিডিয়া,Social Media

গত বছরেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল ‘বাচপান কা পেয়ার’ (Bachpan Ka Pyar) গানের ভিডিও।সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই তা ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে। আর সেই গানের স্রষ্টা হিসাবে রাতারাতি সোশ্যাল মিডিয়া স্টার হয়ে ওঠেন ছত্তিসগড়ের সুকমার বাসিন্দা ১২ বছরের কিশোর সহদেব ডিরডো (Sahdeb Dirdo)।

সেলেব্রেটি থেকে সাধারণ মানুষ সকলেই বুঁদ হয়েছিলেন মজার ছলে গাওয়া এই গানের নেশায়। ওই গানে রিল ভিডিও করতে শুরু করেন সকলেই। শেষে সহদেবকে নিয়ে গানটির রিমিক্স তৈরী করে খোদ দেশের জনপ্রিয় র‍্যাপার বাদশা। কিছুদিন আগেই এক ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে শিরোনামে উঠে এসেছিলেন সহদেব।

সহদেব ডিরডো,Sahdeb Dirdo,বাদশা,Badshah,বাচপান কা পেয়ার,Bachpan Ka Pyar,সোশ্যাল মিডিয়া,Social Media
বাবার সাথে মোটর বাইকে চেপে বাড়ি ফেরার পথে আচমকা গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে গুরুতর চোট পেয়েছিল সহদেব। সেসময় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। আর সহদেবের সাথে ঘটে যাওয়া সেই দুর্ঘটনার খবর পেয়ে সেইসময়ও সহদেবের পাশে এসে দাঁড়িয়েছিলেন বাদশা।

সহদেব ডিরডো,Sahdeb Dirdo,বাদশা,Badshah,বাচপান কা পেয়ার,Bachpan Ka Pyar,সোশ্যাল মিডিয়া,Social Media

সহদেবকে দেখতে হাসপাতালেও দেখতে গিয়েছিলেন বাদশা। আর এবার একটু সুস্থ হতেই ক্যামেরার সামনে এসে নিজের সুস্থতার খবর জানালেন সহদেব নিজেই। ‘ভাইরাল বয় সহদেব’ নামে এক ইনস্টাগ্রাম পেজ থেকে সহদেবের এমনই একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে।ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি লাল টি-শার্টে পরে রয়েছে সহদেব।


সেই ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘ভাষায় সবটা প্রকাশ করা সম্ভব নয়। সকলকে অনেক ধন্যবাদ যাঁরা আমার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।’ নিজে অসুস্থ থাকাকালীন প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি চিকিৎসক ও নার্সদের উদ্দেশেও ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে সহদেবকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥