• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ট্রেন্ডিংয়ে ‘বাচপান কা পেয়ার’ গায়ক সহদেব, হিন্দি নয় এবার সোজা বিলেতি গান, রইল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে কে কখন ভাইরাল হয়ে পরে সেটা বলা মুশকিল। কয়েক মাস আগেই ‘বাচপান কা পেয়ার’ (Bachpan Ka Pyaar) গান ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়। সাধারণ মানুষ থেকে তাবড় তাবড় সেলিব্রিটিরা সহদেবের গানে রিল বানিয়ে শেয়ার করেছিল। দু কলি গানের জেরেই রাতারাতি সেলিব্রিটি হয়ে পড়েছিল ছোট্ট সহদেব (Sahdev)। এমনকি আসল গায়ক বাদশাহ নিজেও তাকে নিয়ে গান বানিয়েছেন। সম্প্রতি আবারও ভাইরাল হয়ে পড়ল সহদেব।

‘বাচপান কা পেয়ার’ গানের জেরে আগেই একবার গোটা ভারতে ট্রান্ডিয়ে উঠে এসেছিল সহদেব। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মানি হেইস্ট’ এর গান ‘বেলা চাও’ গান গেয়ে শোনালো সহদেব। সেই ভিডিও এবার নেটিজেনদের শেয়ারের মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। সহদেবের নতুন গান আবারও মন জিতেছে নেটিজেনদের।

   

Bachpan Ka Pyaar,Sahdev Dirdo,Badshah,Money Heist,Bella Ciao,সহদেব,বাচপান কা পেয়ার,বেলা চাও,Sahadev back with Bella Ciao,Bachpan Ka Pyaar Sahadev Viral Song Bella Ciao

ছত্রিশগড়ের শুকনা গ্রামের বাসিন্দা সহদেব। সেখানেই ২০১৯ সালে স্কুলের ক্লাস চলাকালীন ‘বাচপান কা পেয়ার’ গান গেয়ে শুনিয়েছিল সহদেব। সেই গানের ভিডিও রেকর্ড করে শেয়ার করেছিল স্কুলের শিক্ষক। যেটা ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। রাতারাতি ব্যাপক পপুলার হয়ে পরে ছোট্ট সহদেব। এমনকি তাঁর গানের ভিডিও পৌঁছে যায় বাদশাহের কাছেও।

এরপর বাদশাহ নিজে আমন্ত্রণ জানায় সহদেবকে। নিজে দেখা করেন সহদেবের সাথে। আবারও নতুন করে তৈরী হয়ে গানটি। সেই গানে বাদশাহের সাথে সহদেবকে দেখা গিয়েছিল। সেই গানে ইতিমধ্যেই প্রায় ৪০ কোটির কাছাকাছি দর্শক হয়ে গিয়েছে। আজও অনেকের কাছেই শোনা যায় এই গান। তবে ইন্টারনেটের যুগে আজ যেটা নতুন কাল সেটা পুরোনো। এরপর একাধিক নতুন গান ভাইরাল হয়েছে, তাই একপ্রকার হারিয়ে গিয়েছিল সহদেব।

তবে ‘বেলা চাও’ দিয়েই আবারও ট্রেন্ডিংয়ে ফিরল সহদেব। প্রসঙ্গত, মানি হেইস্ট ওয়েব সিরিজের জনপ্রিয়তা ভারতে একেবারে তুঙ্গে। গতবছরই সিরিজের পঞ্চম সিজেন রিলিজ হয়েছে। ওয়েব সিরিজের প্রফেসর, টোকিও, থেকে শুরু করে প্রতিটা চরিত্রই দর্শকদের কাছে খুব প্রিয়। আর সেই ওয়েব সিরিজের গানেই এবার মন জিতল সহদেব।