সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটের যুগে কখন যে কে ভাইরাল হয়ে পরে সেটা বলা খুবই মুশকিল। তবে মাঝে মধ্যেই কিছু জিনিস এতটাই ভাইরাল হয়ে পড়ে যে সর্বত্রই সেটা দেখতে পাওয়া যায়। যেমন ধরুন বাদশার গাওয়া একটি পুরোনো গান ‘Bachpan Ka Pyaar’ এক খুদে নিজের গলায় গেয়ে শুনিয়ে ছিল। যেটা হটাৎই ইন্টারনেটে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে। এতটাই ভাইরাল হয়ে পড়েছে যে সেলিব্রিটি থেকে শুরু করে খোদ বাদশার (Badshah) নজরে চলে এসেছে খুদের গান।
আজ থেকে ২ বছর আগে গাওয়া এই গানের ভিডিওটি গত ৩ জুলাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে। এরই মধ্যে এই গানের ওপরে ১২ হাজারেরও বেশি রিল ভিডিও (Reel Video) তৈরি হয়ে গিয়েছে। এছাড়া মূল যে ভিডিও সেটিতে ইতিমধ্যেই লাইক পড়েছে লক্ষাধিক, এছাড়াও মিলিয়নেরও বেশি ভিউয়ারস দেখেছেন ভিডিওটি। সেলেব্রেটি থেকে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়া খুললেই এই একই গানে রিল ভিডিও করে চলেছেন সকলে।

ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে গানের গলা একজন বাচ্চার। আসলে এই ভাইরাল ভিডিওর গায়ক হলেন ছত্তিসগড়ের সুকমার বাসিন্দা ১২ বছরের সহদেব ডিরডো(Sahdeb Dirdo) । তাঁর বাবা পেশায় একজন কৃষক। তবে যে গানটি গেয়ে আজ সহদেব শিরোনামে এসেছেন তা আদতে এক আঞ্চলিক ছবিতে ব্যবহৃত গান। দু’বছর আগে তার স্কুলের শিক্ষক সন্তোষের সামনেই প্রথম সেই গান গায় সে।স্কুলের বার্ষিক অনুষ্ঠানের জন্য ছাত্র-ছাত্রী নির্বাচন উপলক্ষেই এই গান গেয়েছিল সে। তাঁর শিক্ষক সন্তোষই এই গান টি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন।
গান ভাইরাল হতেই বলিউড থেকে ডাক পেয়ে গিয়েছে সহদেব। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সেলেব্রিটির সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে সহদেবের। এমনকি ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিশেষ অতিথি হিসাবেও আগমন হয়েছে ছোট্ট সহদেবের। এদিকে গায়ক বাদশা নিজেও সহদেবের সাথে গানের ভিডিওটি আবারো নতুন করে তৈরী করার কথা জানিয়েছিলেন। এবার সেই প্রতিশ্রুতিও পূরণ হয়ে গেল।
বাদশার সাথে মিউজিক ভিডিও তৈরী করে ফেলল ছোট্ট সহদেব। ভিডিওটি ইতিমধ্যেই দেড় কোটিরও বেশি ভিউ হয়ে গিয়েছে। এতো ছোট বয়সেই নিজের প্রথম মিউজিক ভিডিও তৈরী করে খুবই খুশি সহদেব। ইউটিউবে নিজের ভিডিও দেখে উচ্ছসিত সে, বাদশা নিজেই সেই প্রতিক্রিয়া তুলে চড়েছেন সোশ্যাল মিডিয়াতে।














