• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুষ্পা’কে টেক্কা দিতে মাঠে নামছেন অক্ষয় কুমার! মাত্র ২৪ ঘন্টাতেই ‘বচ্চন পান্ডে’র ট্রেলার গড়ল রেকর্ড

Published on:

bachchan paandey,akshay kumar,bollywood,বচ্চন পান্ডে,অক্ষয় কুমার,বলিউড

গত কয়েকদিন যাবৎ দক্ষিণী ছবি ‘পুষ্পা’র (Pushpa) জনপ্রিয়তায় ভয়ে কাঁটা হয়ে ছিল বলিউড। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল আল্লু অর্জুনের এই ছবি, তার ধারে কাছে দাঁড়াতে পারেনি বলিউড। আশঙ্কা ছিল হয়ত দক্ষিণী ছবির দাপটে হয়ত আর কোনোওদিন ঘুরেই দাঁড়াতে পারবেনা বলিউড। কিন্তু সেই ভয়কে কার্যত মিথ্যে করে নিজের জাত চিনিয়ে দিলেন বলিউডের খিলাড়ী অক্ষয় কুমার (Akshay Kumar)।

নতুন বছরে মুক্তি পাবে অক্ষয় কুমারের নতুন ছবি ‘বচ্চন পান্ডে’ (Bachchan Pandey)। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। আর ট্রেলারেই রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বচ্চন পান্ডে। শুধু তাই নয় ছবিতে অক্ষয় কুমারের লুক দেখে অবাক হয়ে গিয়েছেন দর্শকেরা। ট্রেলার মুক্তি পেতেই হুহু করে বেড়ে গিয়েছে তার ভিউ।

bachchan paandey,akshay kumar,bollywood,বচ্চন পান্ডে,অক্ষয় কুমার,বলিউড

নাদিয়াদওয়ালা গ্র‍্যান্ডসনস এন্টারটেনমেন্টের তরফে মুক্তি পেয়েছে বচ্চন পাণ্ডের ট্রেলার। ২৪ ঘন্টারও কম সময়ে ৪৫ মিলিয়ন অর্থাৎ ৪ কোটি ৫০ লক্ষ ভিউ পেরিয়ে গিয়েছিল এই ট্রেলারে। শুধু তাই নয় ট্রেলার প্রকাশ পাওয়ার পর টানা কয়েকদিন রীতিমতো ট্যুইটারে ট্রেন্ড করেছে অক্ষয় এবং বচ্চন পান্ডে। ইতিমধ্যেই এই ছবির মোট ভিউ দাঁড়িয়েছে ৪ কোটি ৭০ লক্ষ।

bachchan paandey,akshay kumar,bollywood,বচ্চন পান্ডে,অক্ষয় কুমার,বলিউড

বচ্চন পান্ডে ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন কৃতি স্যানন, পঙ্কজ ত্রিপাঠী, আরশাদ ওয়ারশি, সঞ্জয় মিশ্রার মতো দক্ষ অভিনেতা অভিনেত্রীরা। ছবিতে অক্ষয় রয়েছেন মানেই অ্যাকশন যে থাকবেই তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখেনা, এছাড়াও কমেডি তো থাকছেই।

সূত্রের খবর, এই ছবির জন্য নাকি ৯৯ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয় কুমার। তাও অনেক দরাদরির পর এই টাকায় রাজি হয়েছেন অক্ষয় কুমার৷ এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল গত ডিসেম্বরেই। কিন্তু করোনা পরিস্থিতির জেরে সবটা ভেস্তে যাবে। আগামী ১৮ ই মার্চ মুক্তি পাবে বচ্চন পান্ডে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥