• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাজহাঁসে টানছে গাড়ি, তাতে বসে রয়েছে খুদে ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও

Published on:

প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে কত ভিডিও ছবিই না ভাইরাল হচ্ছে।কোনো কোনো ভিডিও বেশ মজার, কিছু আবার ভাবিয়ে তোলে যে এরখমও হয়! সম্প্রতি একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুকে। মাত্র ১২ সেকেন্ডের এই ভিডিওটি বর্তমানে বেশ ভাইরাল।

ভিডিওটি খুব সম্ভবত চীনের কোনো একটি রাস্তায় তোলা। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট টানা গাড়িতে বসে আছে একটি খুদে বাচ্চা। যেটা কিনা টেনে নিয়ে যাচ্ছে একটি রাজহাঁসে। হ্যাঁ ঠিকই শুনেছেন রাজহাঁসে টানছে গাড়ি, তাতে বসে আছে এক  খুদে। এমনই একটু ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে লোকেদের মন জয় করে নিয়েছে।অনেকে আবার বেজায় ক্ষুদ্ধ ছোট্ট প্রাণীটির কষ্টে।

ভিডিওর পোস্টটিতে ভিডিওর সাথে লেখা আছে “কেউ কি ফ্রীতে গাড়ি চাপতে চান?” ছোট্ট এই ভিডিওটির দর্শক সংখ্যা পেরিয়েছে ১লক্ষ ৬০ হাজার। সাথে রয়েছে অসংখ্য কমেন্ট। অনেকেই ভিডিওটিকে বেশ মজার চলে দেখেছেন, আবার অনেকে বেচারা হাসটির প্রতি দুঃখ প্রকাশ করেছেন। অনেকে আবার বলেছেনা হাঁস,বিড়াল,বাদুড়,কুকুর, এদের দ্বারা নাকি করোনা ছড়িয়ে পড়ছে তাই এই সমস্ত গাড়ি চাপা বন্ধ  হওয়া উচিত।

দেখুন সেই ভাইরাল ভিডিও

https://www.facebook.com/globaltimesnews/videos/320223249093401/

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥