• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাঘ বা সিংহের মত নয়, চিতা গর্জন করছে মেউ মেউ করে, তুমুল ভাইরাল ভিডিও !

Updated on:

সোশ্যাল মিডিয়াতে রোজ হাজারো ভিডিওর মাঝে কিছু ভিডিও এমন হয় যেগুলি দেখলে মন ভালো হয়ে যায়।  তা সে মানুষে কান্ড কারখানায় হোক বা কোনো পশু পাখির। মাঝে মধ্যেই এমন সব ভিডিও চোখে পরে যায় সোশ্যাল মিডিয়াতে যা মন ভালো করে দেয়। এই যেমন ধরুন কিছু কিউট বাচ্চাদের ভিডিও বা কিছু কিউট বেড়াল ছানা বা কোনো পশুর শাবকের ভিডিও। এবার এমনই একটি কিউট শাবকের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে এই শাবকটি যে সে শাবক নয়! এটি আসলে একটি চিতা বাঘের ছানা।

কোনো এক পর্যটক ভিডিওটি নিজের ক্যামেরাবন্ধি করে শেয়ার কেছেন সোশ্যাল মিডিয়াতে। মাত্র ১৭ সেকেন্ডের এই ভিডিওতে দুটি  চিতা বাঘকে দেখা যাচ্ছে। যাদের মধ্যে একটি পূর্ণবয়স্ক ও অন্যটি ছোট্ট একটি চিতা বাঘের ছানা। আশ্চর্য বিষয় হল চিতা বাঘের ছানাটি গর্জন করতে পারছে না। গর্জন করার বদলে চিতা বাঘের ছানাটি বেড়ালের মত মিউ মিউ করছে। চিতা বাঘের ছানার এমন আজব কান্ড দেখে মুগ্ধ  ও অবাক নেটিজেনরা। ইতিমধ্যেই ভিডিওটি ৬০০০ বারেরও বেশি বার দেখা হয়েছে। সাথে প্রচুর মানুষ ভিডিওটি লাইক করেছেন। অনেকে ভিডিওটিতে মন্তব্য করেছেন গলা শুনে মোটেও ভয় পাবে না কেউ! কি কিউট চিতা বাঘের ছানাটি।

https://twitter.com/animal0lovers/status/1321824338052435970

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥