• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাড়ির ফাঁকে উঁকি দিচ্ছে বেবিবাম্প! মা হওয়ার খুশিতে উচ্ছ্বসিত অনিতা হাসানন্দনি, ভাইরাল ভিডিও

Published on:

টলি-বলিপাড়ায় এখন খুশির আবহ! লাগাতার গুডনিউজ দিয়ে চলেছেন তারকারা। প্রথমে শুভশ্রী, তারপর অনুষ্কা, পুজা ব্যানার্জি এবার অনিতা হাসানন্দনি। শাড়ির ফাঁকে উঁকি দিচ্ছে স্পষ্ট বেবিবাম্প। মা হওয়ার খুশি ঝড়ে পড়ছে অভিনেত্রী অনিতার চোখে মুখে। খুব শিগগিরই দুই থেকে

অভিনেত্রী অনিতা হাসানন্দনি ও রোহিত রেড্ডির ঘরে আসতে চলেছে নতুন অতিথি। বেশ কদিন আগেই সুখবর জানিয়েছিলেন নাচ বালিয়ে সিজন ৯ এর প্রতিযোগী অনিতা। এবার টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রীই কিছু দিনের মধ্যেই শুনবেন মা ডাক। ছোটপর্দায় অনিতা মানেই সিরিয়াল টিআরপির শীর্ষে। নিজের মা হওয়ার খবরও বেশ নয়া পদ্ধতিতে সামনে এনেছিলেন অনিতা-রোহিত। একটি মজার ভিডিওর মাধ্যমে ফ্যানেদের সুখবর দিয়েছিলেন এই সেলেব দম্পতি।

https://www.instagram.com/p/CGKbFMngAI8/?igshid=z0xw1n28yxms

মা হওয়ার খবর দেওয়ার পর এবার অভিনেত্রী বেবিবাম্প নিয়ে নানান ভিডিও ফটোশ্যুট করে চলেছেন। ‘বেবিবাম্প লাভ’ ক্যাপশান দিয়ে কখনো লাল কাফতান, কখনও কালো বডি হাগিং পোশাকে অন্তঃসত্ত্বা অবস্থার রকমারি ছবি দিয়ে চলেছেন অভিনেত্রী। রোহিত রেড্ডির সঙ্গে বিয়ের ৭ বছর পর এবার মা হচ্ছেন অনিতা। বর্তমানে সেলেব দম্পতি তাদের নতুন অতিথীর অপেক্ষাতেই দিন গুনছেন।

https://www.instagram.com/p/CGesH8KAEMz/?igshid=16czplg85a7na

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥