• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এ যেন খুদে তবলাবাদক! ছোট্ট হাতেই দুর্দান্ত তবলা বাজাচ্ছে পুচকে শিল্পী, রইল ভাইরাল ভিডিও

Published on:

বাচ্চা,Children,তবলা,Tabla,সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল,Viral

বাচ্চা (Children) কার না ভালো লাগে! একরত্তি বাচ্চাদের দৌরাত্ম্য দেখতে ভালোবাসেন সকলেই। তা সে আপন মনে তাদের খেলা হোক কিংবা নাচ, গান। অনেক বাচ্চার মধ্যেই আবার অত্যন্ত অল্প বয়স থেকেই থাকে নানান ট্যালেন্ট। আর সোশ্যাল মিডিয়ার দৌলতে সেইসব ট্যালেন্টেড বাচ্চাদেরই ভিডিওই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে এমনই এক খুদে বিস্ময় বালকের ভিডিও। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে মায়ের গলায় জনপ্রিয় লোক গান শুনে নিজের মনে তবলা বাজাচ্ছে ওই খুদে। একটানা ছোট্টো ছোট্টো হাতে দুর্দান্ত তবলা বাজিয়ে তাক লাগিয়ে দিয়েছে সে। ইদানীং তার দুর্দান্ত বাজনার নেশায় বুঁদ নেটিজেনরা।

বাচ্চা,Children,তবলা,Tabla,সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল,Viral

এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই খুদে বাচ্চার মা জনপ্রিয় লোক গান ‘মেদনীপুরের আয়না চিরুনি, বাঁকুড়ার ওই ফিতে’ গাইছেন। সেই গান শুনে তাল মিলিয়ে তবলা (Tabla) বাজিয়ে নেটিজেনরা মন তো জয় করেই নিয়েছে সেইসাথে পেয়েছে অসংখ্য মানুষের অমূল্য আশীর্বাদ

খুদে শিল্পীর তবলা বজানো শুনে মুগ্ধ হয়ে কমেন্ট সেকশনে প্রশংসা আর আদরে মুড়ে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন ‘মুখে বুলি ফোটার আগে ই তুমি সুর কে হৃদয় দিয়ে অনুভব করো। অনেক অনেক আদর তোমার জন্য। বড়ো হয়ে একজন সার্থক শিল্পী হবে অপেক্ষায় রইলাম।’


খুদে শিল্পীর অপর একজন শুভাকাঙ্ক্ষী লিখেছেন “খুদে শিল্পী অসাধারণ,তালের উপর ভালোই জ্ঞান, ঈশ্বরের আশীর্বাদ তো আছেই, ছোট্ট সোনা তুমি এইভাবে একটু করে এগিয়ে যাও বড়ো শিল্পী হোওয়ার লক্ষ্যে। অনেক শুভকামনা ও, ভালোবাসা ও আশীর্বাদ রইলো, সুস্থ থেকো ভালো থেকো মায়ের কোল জুড়ে।”

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥