• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটথেকেই ঈশ্বর প্রদত্ত কণ্ঠ ! ‘সত্যম শিবম সুন্দরম’ গেয়ে বিচারকদের মুগ্ধ করেছিলেন খুদে অরুণিতা

অরুণিতা কাঞ্জিলাল,ইন্ডিয়ান আইডল,পবনদীপ রাজন,পুরোনো গান,ভাইরাল ভিডিও,arunita kanjilal,pawandeep rajan,indian idol,viral video

এই মুহূর্তে অরুণিতা কাঞ্জিলালকে (Arunita Kanjilal) চেনেন না এমন ভারতীয় নেই। জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলে (Indian Idol) দুর্দান্ত গান গেয়ে বাংলা এবং বাঙালির মুখ উজ্বল করেছেন বনগাঁর মেয়ে অরুণিতা। ইন্ডিয়ান আইডল ১২ সিজনের সমস্ত কন্টেস্টেন্টস তাদের সুরেলা কন্ঠ দিয়ে শ্রোতাদের পাশাপাশি বিচারকদেরও মন জয় করে নিয়েছিলেন।

আর এই শোয়ের হাত ধরেই এবারের প্রতিযোগিদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলাল এবং দেরাদুনের পাহাড়ি ছেলে পবনদ্বীপ রাজন (Pawandip Rajan)। নানা মহলে জল্পনা ছড়ায় তাদের প্রেমের সম্পর্কও নিয়েও। তবে শুরু থেকেই পবনদ্বীপ অরুণিতা দুজনেই বলে আসছেন তারা দুজন শুধুমাত্র ভালো বন্ধু। উল্লেখ্য ইন্ডিয়ান আইডল সিজন ১২ এর বিজয়ী পবনদ্বীপ হলেও অরুণিতা কাঞ্জীলাল এই শোয়ের রনারআপ হয়েছেন।

অরুণিতা কাঞ্জিলাল,ইন্ডিয়ান আইডল,পবনদীপ রাজন,পুরোনো গান,ভাইরাল ভিডিও,arunita kanjilal,pawandeep rajan,indian idol,viral video

এই শোয়ের সুবাদের এখন সারা দেশ তথা বিশ্বজুড়ে জনপ্রিয় অরুণিতা। মাঝে মধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে লাইভ পারফরম্যান্সের জন্য ডাক পান অরুণিতা। এই মুহূর্তে একটি মিউজিক ভিডিওর শ্যুটিং এর জন্য লন্ডনে রয়েছেন পবনদীপ এবং অরুণিতার জুটি। সোশ্যাল মিডিয়াতেও অরুণিতা বেশ সক্রিয় , সেখানে প্রায় লক্ষ লক্ষ অনুরাগীও রয়েছে তার।

আজকাল অরুণিতার গানের ভক্ত সকলেই ,কিন্তু এক্কেবারে ছোট থেকেই কিন্তু সে গান গায়। কিন্তু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সেই সময় অতটা উন্নত না থাকায় আগেকার বহু প্রতিভা মানুষের কাছে পৌঁছানোর আগেই শেষ হয়ে গিয়েছে। নিজের মধুর কন্ঠ দিয়ে সকলের মন জয় করে নেওয়া অরুণিতা এখন রীতিমতো সোশ্যাল মিডিয়া সেনসেশন। আট থেকে আশি সকলেই মুগ্ধ তার গানের জাদুতে। বর্তমানে দেশের গন্ডি ছাড়িয়ে গোটা বিশ্বে বিরাট নাম করেছেন অরুণিতা। এখনও পর্যন্ত বেশ কয়েকটি গানের প্রজেক্টের কাজও করে ফেলেছেন অরুণিতা। যার মাধ্যমে ভালোই অর্থ উপার্জন করেছেন অরুণিতা।

অরুণিতা কাঞ্জিলাল,ইন্ডিয়ান আইডল,পবনদীপ রাজন,পুরোনো গান,ভাইরাল ভিডিও,arunita kanjilal,pawandeep rajan,indian idol,viral video

সম্প্রতি ভাইরাল হয়েছে ছোট্ট অরুণিতার অনেক বছর আগেকার একটি গানের ভিডিও।  যেখানে লতা মঙ্গেশকরের বিখ্যাত গান ‘সত্যম শিবম সুন্দরম ‘ গাইতে সোনা যায় তাকে। পুচকের এই অসাধারণ গান শুনে সেই সময় বিচারকের আসনে থাকা মোনালী ঠাকুর চমকে উঠেছিলেন। আর তার এই গানের ভিডিও এই মুহূর্তে তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥