• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আচমকাই সিদ্ধান্ত বদল! সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন বাবুল সুপ্রিয়

Babul supriyo,debchandrima singh,serial,raj Chakraborty,বাবুল সুপ্রিয়,দেবচন্দ্রিমা সিং,রাজ চক্রবর্তী,সিরিয়াল

কখনও তিনি গায়ক, কখনও নেতা কখনও বা তিনি অভিনেতা। বৈচিত্র‍্যে ভরপুর বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) জীবন। গত বছর বিধানসভা নির্বাচনের আগে আসানসোলের সাংসদ পদ ছেড়ে বাংলায় বিজেপির হয়ে নির্বাচন লড়েন তিনি। এরপর বছরের মাঝামাঝি সময় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে বাবুল সুপ্রিয়র নাম। চমক দিতে বরাবরই পছন্দ করেন তিনি।

দিন কয়েক আগে ফের চমকে দিয়েছিলেন বাবুল। দিন কয়েক আগেই এই খবরে ঢি ঢি পড়ে গিয়েছিল যে, বাবুল সুপ্রিয় অভিনয়ে ফিরতে চলেছেন ছোট পর্দার মধ্যে দিয়ে। এর আগে বহুবার বড়পর্দায় অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে তরুণ মজুমদার পরিচালিত ‘চাঁদের বাড়ি’-সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্তর নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন বাবুল। এরপর সৃজিত মুখার্জির উমা, দ্বিতীয় পুরুষের মতো বেশ কিছু ছবিতেও ক্যামিও চরিত্রে দেখা মিলেছে তার। প্রতিটি ছবিতেই যে তাঁর অভিনয় দর্শকের মন কেড়েছে।

Babul supriyo,debchandrima singh,serial,raj Chakraborty,বাবুল সুপ্রিয়,দেবচন্দ্রিমা সিং,রাজ চক্রবর্তী,সিরিয়াল

তাই ছোট পর্দায় নায়ক রূপে ফিরছেন বাবুল একথা শোনা মাত্রেই উচ্ছ্বাসে ফেটে পড়েছিল নেটিজেনরা। শোনা যাচ্ছিল, রাজ চক্রবর্তীর প্রযোজনায় নতুন ধারাবাহিকে অভিনেত্রী দেবচন্দ্রিমার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বাবুল। ধারাবাহিকে বয়স্ক নায়কের ভূমিকাতেই অভিনয় করবেন বছর একান্নর বাবুলকে। আর অসমবয়সী এই প্রেমের গল্পে বাবুলের বিপরীতে দেখা যাবে সাঁঝের বাতি খ্যাত অভিনেত্রী চারু ওরফে দেবচন্দ্রিমা সিংহকে।

Babul supriyo,debchandrima singh,serial,raj Chakraborty,বাবুল সুপ্রিয়,দেবচন্দ্রিমা সিং,রাজ চক্রবর্তী,সিরিয়াল

তবে এই খবর টাটকা থাকতে থাকতেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন বাবুল। লুক সেট, অডিশানের পরেও তাকে সরতে হল রাজনীতির কারণেই। সক্রিয় রাজনীতিক বাবুল সব সামলে এতটা সময় ধারাবাহিকের জন্য দিতে পারবেন না এই আশঙ্কা থেকেই সরে গেলেন অভিনেতা গায়ক তথা নেতা। ইচ্ছা থাকলেও তাই অনুরাগীদের মন রাখতে পারলেন না তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥