• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশে গেল ভারত বাংলাদেশ! হিরো আলম, ভুবন বাদ্যকরের ‘বাবু খাইছো কাঁচা বাদাম’ তোলপাড় নেটপাড়া

Published on:

Babu Khaicho Kacha Badam Hero Alom Bhuban Badyakar New Song viral on internet

বড়সড় কিছু যে হতে চলেছে সেটার ইঙ্গিত আগেও মিলেছিল, এমনকি ট্রেলার পর্যন্ত দেখা গিয়েছিল। তবে এবার প্রকাশ্যে এল বাংলাদেশের নায়ক তথা গায়ক হিরো আলম (Hero Alom) ও ভারতের বিখ্যাত ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) জুটির নতুন গান। বাংলাদেশ থেকে ভারতে এসে কাজ ভাইরাল বাদামকাকুকে নিয়ে নতুন গান বেঁধেছেন আশরাফুল আলম।

বাংলাদেশে বহুবার অপমানিত করা হয়েছে হিরো আলমকে। তাই কয়েকমাস আগেই তিনি জানান যে দেশে আর কাজ করবেন না। বরং ভারতের কলকাতায় এসে নিজের গান তৈরী ও চলচ্চিত্র প্রযোজনার কাজ করবেন তিনি। সেই মত অনেক আগেই ওপার বাংলা থেকে ভারতে এসেছিলেন হিরো আলম। কথা দিয়েছিলেন দুটো বড় সর সারপ্রাইজ দেবেন।

Bhuban Badyakar,Hero Alom,Bhuban Badyakar Hero Alom New Song,Babu Khaicho Kacha Badam,Babu Khaicho Kacha Badam Song,বাবু খাইছো কাঁচা বাদাম,হিরো আলম,ভুবন বাদ্যকর,ভাইরাল গান,বাদামকাকুর নতুন গান,ভুবন বাদ্যকরের নতুন গান,Hero Alom New Song

দুই সারপ্রাইজের মধ্যে একটি হল বিখ্যাত ‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন বাদ্যকরের সাথে জুটি বেঁধে নতুন গান তৈরী করবেন তিনি। আর সেই কথা যে তিনি রাখতে চলেছেন সেটা বেশ বোঝা গিয়েছিল। নিজের ইউটিউব চ্যানেলে ও ফেসবুকে শেয়ার করেছিলেন ভুবন বাদ্যকরের সাথে গান রেকর্ডিংয়ের টিজার ভিডিও। এবার সেই গানের ভিডিও প্রকাশ্যে এল। আর প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে পড়েছে নতুন গান।

কি এই নতুন এই গান? তাহলে বলি নতুন গানের নাম, ‘বাবু খাইছো কাঁচা বাদাম’ (Babu Khaicho Kacha Badam)। কলকাতার মিউজিক স্টুডিওতেই রেকর্ডিং হয়েছে এই গানের। স্টুডিওতে টকটকে লাল স্যুট পরে দেখা গিয়েছে হিরো আলমকে। অন্যদিকে কমলা রঙের পাঞ্জাবি গায়ে দেখা গিয়েছে ভুবন বাদ্যকরকে। দুজনে মিলে একসাথেই রেকর্ড করেছেন নতুন গান। যার শুরুতেই রয়েছে, ‘আমি বাংলাদেশের বয় আমি ইন্ডিয়ান ম্যান’।

Bhuban Badyakar Hero Alom Duet Song Babu Khaicho Kacha badam 1

নতুন এই গানের ভিডিও রিলিজের পর থেকেই হুড়মুড়িয়ে ভাইরাল হয়ে গিয়েছে। মাত্র কয়েক ঘন্টাতেই ভিডিওতে দর্শকের সংখ্যা ছাড়িয়েছে ১ লক্ষ ২০ হাজার। সাথে অজস্র নেটিজেনদের কমেন্টে ভরেছে ভিডিওর কমেন্ট বক্স। যেখানে প্রশংসার পাশাপাশি অনেকেই গান নিয়ে মজা করে অদ্ভুত সমস্ত কমেন্ট করেছেন।

কেউ বলেছেন, ‘গান শুনে বেঁচে আছি এটাই অনেক’। তো অনেকেই আবার দুজনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। যদিও সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ করার লোকের অভাব নেই। তবে এক্ষেত্রে কটাক্ষের তুলনায় প্রশংসা কিন্তু অনেক বেশি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥