• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভেঙেছে প্রভাসের সঙ্গে প্রেম, আগামী বছরই বিয়ের পিঁড়িতে ‘দেবসেনা’ অনুষ্কা! রইল পাত্রের পরিচয়

Published on:

Baahubali’s Devasena actress Anushka Shetty might get married in 2023

এস এস রাজামৌলী পরিচালিত ‘বাহুবলী’ (Baahubali) ছবিটি এখনও দর্শকমনে গেঁথে রয়েছে। ‘বাহুবলী দ্য বিগিনিং’ এবং ‘বাহুবলী দ্য কনক্লুশন’, বক্স অফিসে রেকর্ড তো গড়েই ছিল, সেই সঙ্গেই রাজত্ব করেছিল দর্শকমনে। এই ছবিগুলিতেই দেবসেনার (Devasena) চরিত্রে অভিনয় করে সকলকে মুগ্ধ করেছিলেন দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টি (Anushka Shetty)।

‘বাহুবলী’তে অনুষ্কা এবং সুপারস্টার প্রভাসের রসায়ন ছিল দেখার মতো। বাহুবলী এবং দেবসেনার চরিত্রে অভিনয় করতে করতেই তাঁদের মধ্যে গড় উঠেছিল প্রেমের সম্পর্কও। অন্তত ইন্ডাস্ট্রির গুঞ্জন তো সেই কথাই বলত।

Baahubali and Devasena

তবে পর্দার বাহুবলী-দেবসেনার প্রেম ভেঙেছে। ‘আদিপুরুষ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে মন দিয়েছেন প্রভাস। তাঁদের প্রেমের খবরে সরগরম সংবাদমাধ্যম-সোশ্যাল মিডিয়া। এসবের মাঝেই শোনা যাচ্ছে, আগামী বছর বিয়ের পিঁড়িতে বসছেন অনুষ্কা।

দেখতে দেখতে ৪২ বছর হয়ে গিয়েছে অনুষ্কার। সম্প্রতি নামী জ্যোতিষী জগন্নাথ গুরুজি জানিয়েছেন, আগামী বছর অনুষ্কার বিয়ের জন্য একেবারে পারফেক্ট। সেই সঙ্গেই জানিয়েছেন, অভিনেত্রীর বিয়ের যোগ বিনোদন ইন্ডাস্ট্রির বাইরের কোনও মানুষের সঙ্গে বেশি রয়েছে।

Anushka Shetty

জ্যোতিষী জগন্নাথ গুরুজির মতে, ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করলে অনুষ্কা যতটা সুখী হবেন, তাঁর চেয়ে অনেক বেশি সুখী হবেন ইন্ডাস্ট্রির বাইরের কাউকে বিয়ে করলে। গুঞ্জন শোনা যাচ্ছে, দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে দক্ষিণী সুন্দরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। তাহলে কি তাঁর সঙ্গেই সাত পাক ঘুরবেন অনুষ্কা?

সেলিব্রিটি জ্যোতিষী জগন্নাথ গুরুজি বলেন, প্রেম করে বিয়ে নয় বরং অ্যারেঞ্জড ম্যারেজের দিকেই ঝুঁকবেন পর্দার ‘দেবসেনা’। পাশাপাশি আগামী বছর কেরিয়ারের দিক থেকেও অভিনেত্রীর বেশ ভালো যাবে বলে জানিয়েছেন তিনি। অনুষ্কার হাতে আসবে একাধিক কাজ। অর্থাৎ কাজ এবং ব্যক্তিগত জীবন- দুই দিক থেকেই আগামী বছর অনুষ্কার দারুণ কাটতে চলেছে। এবার দেখা যাক, নতুন কাজের সঙ্গে ‘বাহুবলী’ অভিনেত্রীর জীবনে নতুন মানুষেরও আগমন হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥