• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রণবীর আউট, বড়পর্দায় সৌরভ গাঙ্গুলী হয়ে ছক্কা হাঁকাবেন এই বলিউড অভিনেতা!

গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছে, বিশ্ববন্দিত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিক আসছে। ‘দাদা’ নিজে এই খবরে শিলমোহর দিয়েছেন। তবে বায়োপিক (Sourav Ganguly biopic) আসার খবর শোনা গেলেও পর্দায় কাকে সৌরভের ভূমিকায় দেখা যাবে সেই বিষয়ে কিছু জানা যাচ্ছিল না। এরপর হঠাৎই উঠে আসেন রণবীর কাপুরের (Ranbir Kapoor) নাম। কিন্তু এবার জানা গেল, রণবীর নন, বরং পর্দায় সৌরভ হচ্ছেন বলিউডের (Bollywood) আর এক অভিনেতা।

বাইশ গজের ‘মহারাজ’এর জীবনের খুঁটিনাটি জানার আগ্রহ অনুরাগীদের চিরদিনের। সেই জন্য তাঁর বায়োপিক (Biopic) নিয়েও অনুরাগীদের মধ্যে কৌতুহল দেখার মতো। তবে নির্মাতারা এই বিষয়ে মুখে একেবারে কুলুপ এঁটে রেখেছেন। শ্যুটিং শুরুর দিনক্ষণ কিংবা রিলিজ ডেট জানানো তো দূরে থাক, পর্দায় কাকে ‘দাদা’র ভূমিকায় দেখা যাবে সেই বিষয়েও কিছু জানাননি তাঁরা।

   

Sourav Ganguly, Sourav Ganguly biopic

বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, রণবীরকে নাকি সৌরভের ভূমিকায় দেখা যাবে। প্রাক্তন ভারত অধিনায়ক নিজে একবার জানিয়েছিলেন তিনি নিজের বায়োপিকে ঋষি-পুত্রকে দেখতে চান। তবে সেই আকাঙ্ক্ষায় জল ঢেলে দিয়েছেন রণবীর নিজে। সম্প্রতি ‘তু ঝুটি ম্যায় মক্কার’এর প্রচারে কলকাতায় এসে অভিনেতা বলেন, ‘দাদা’র বায়োপিকে কাজের অফার তাঁকে দেওয়া হয়নি।

এসবের মাঝেই উঠে এল আর এক বলিউড অভিনেতার নাম। সূত্রের খবর অনুযায়ী, পর্দায় ‘দাদাগিরি’ করতে দেখা যাবে বলিউডের নামী অভিনেতা আয়ুষ্মান খুরানাকে (Ayushmann Khurrana)। ইতিমধ্যেই নাকি প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। তবে বলিউডে এত অভিনেতা থাকলেও আয়ুষ্মানকেই কেন সৌরভের বায়োপিকে নেওয়া হল?

Sourav Ganguly and Ayushmann Khurrana, Sourav Ganguly biopic, Ayushmann Khurrana Sourav Ganguly biopic

জানা গিয়েছে, আয়ুষ্মানের ক্রিকেট খুব পছন্দ। অভিনেতা ক্রিকেট খেলতেও পারেন। অপরদিকে ঋষি-পুত্র নিজে জানিয়েছিলেন, তাঁর ফুটবল বেশি ভালোলাগে। ক্রিকেটে তেমন একটা আগ্রহ নেই। শুধু তাই নয়, আয়ুষ্মান দু’হাতেই সাবলীলভাবে ব্যাটও করতে পারেন। অপরদিকে রণবীর শুধুমাত্র ডান হাতে ব্যাট করতে পারেন। তাই স্বাভাবিকভাবেই বাঁ হাতি সৌরভ হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন ‘ভিকি ডোনর’ অভিনেতা।

প্রসঙ্গত উল্লেখ্য, সৌরভের বায়োপিকে আয়ুষ্মানের অভিনয়ের বিষয়টি এখনও জল্পনার স্তরে রয়েছে। নির্মাতারা এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তবে ‘ড্রিম গার্ল’ অভিনেতাকে পর্দায় ‘দাদাগিরি’র সুযোগ দেওয়া হলে তিনি যে দর্শকদের নিরাশ করবেন না তা আর আলাদা করে বলতে হয় না।

site