• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিশাকে কোনোদিন পাত্তাই দেয়নি টাইগার! ছেলের প্রেম জীবন নিয়ে বোমা ফাটালেন মা আয়েশা

Published on:

Ayesha Shroff opens up about Tiger Shroff Disha Patani dating rumours

বলিউডের (Bollywood) চর্চিত কাপলগুলির মধ্যে একটি ছিল দিশা পাটানি (Disha Patani) এবং টাইগার শ্রফের (Tiger Shroff) জুটি। জ্যাকি শ্রফ এবং আয়েশার (Ayesha Shroff) ছেলের সঙ্গে ‘এম এস ধোনি’ অভিনেত্রীর সম্পর্ক (Relationship) ছিল ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’। তবে গত বছর শোনা যায়, বিচ্ছেদের পথে হেঁটেছেন দু’জনে। বহু বছর একসঙ্গে থাকার পর সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার-দিশা।

বি টাউনের এই দুই তারকার প্রেম ভাঙার (Break up) খবরে বেশ মন খারাপ হয়ে গিয়েছিল অনুরাগীদের। সেই সঙ্গে এও শোনা গিয়েছিল, জ্যাকি-পুত্রের সঙ্গে ব্রেক আপ হওয়ায় বেশ ভেঙে পড়েছেন দিশা। এবার তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন টাইগারের মা আয়েশা। টাইগার-দিশার মধ্যে কি আদৌ সম্পর্ক ছিল? সেই সত্যিটা সামনে এনেছেন তিনি।

Tiger Shroff and Disha Patani

সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন আয়েশা। সেখানেই ছেলের কেরিয়ার থেকে শুরু করে প্রেম জীবন- সব কিছু নিয়ে মুখ খোলেন তিনি। দিশা-টাইগারের সম্পর্ক নিয়েও কথা বলতে শোনা যায় জ্যাকি-পত্নীকে।

আয়েশা সাফ জানান, তাঁর ছেলে টাইগার এবং দিশা শুধুমাত্র বন্ধু ছাড়া আর কিছুই নয়। তাঁরা একে অপরের ‘বেস্ট ফ্রেন্ড’ (Best friend)। তাঁদের মধ্যে কোনোদিনই নাকি ভালোবাসার সম্পর্ক ছিল না। অভিনেতার মায়ের কোথায়, ‘টাইগার এবং দিশা কেবলমাত্র বেস্ট ফ্রেন্ড। আমি ওঁদের সম্পর্কের খবর বিশ্বাস করি না’।

Ayesha Shroff on Tiger Shroff and Disha Patani, Ayesha Shroff on Tiger Shroff and Disha Patani relationship

গত বছর যখন টাইগার এবং দিশার ব্রেক আপের খবর প্রকাশ্যে এসেছিল, তখন এও শোনা গিয়েছিল, দিশা ভেঙে পড়লেও টাইগার বেশ ভালোই আছেন। গত বছর ‘কফি উইথ করণ’এ এসে নিজের ‘বাঘী’ অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রতি ভালোলাগার কথাও জাহির করেছিলেন জ্যাকি-পুত্র।

টাইগার সাফ বলেছিলেন, ‘আমি পুরোদস্তুর সিঙ্গেল। আর আমি এখন ভালো আছি’। এরপর শ্রদ্ধার প্রতি ‘ক্রাশ’ থাকার কথা স্বীকার করে অভিনেতা বলেন, ‘আমার বরাবর শ্রদ্ধা কাপুরকে খুব ভালোলাগে। আমার মনে হয় ও খুব ভালো একজন মানুষ’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥