• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিব্যা ভারতীর মৃত্যুর পর আতঙ্কে ছিল গোটা বলিউড! কেন? জানলে কাঁটা দেবে গায়ে

গোটা সিনেমা জগতে কত সুন্দরী অভিনেত্রীই না এলেন আর গেলেন! তবে প্রয়াত অভিনেত্রী দিব্যা ভারতীর (Divya Bharati) মতো সুন্দর মুখশ্রী সত্যিই বিরল। মাত্র ১৬ বছর বয়সে অভিনয় শুরুর পর থেকেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজও সারা দেশ জুড়ে রয়েছে এই বলিউড (Bollywood) অভিনেত্রীর অসংখ্য অনুরাগী।

তাই আজ আর অভিনেত্রী আমাদের মাঝে না থাকলেও তিনি তাঁর কাজের মধ্যে দিয়েই থেকে গিয়েছেন ভক্তদের মনের মনিকোঠায়। দিব্যা ভারতীকে আজও ভুলতে পারেননি সিনেমা প্রেমীরা। এই কারণেই মৃত্যুর এত বছর পর আজও কিন্তু দর্শকমহলে সমান ভাবে প্রাসঙ্গিক এই জনপ্রিয় বলিউড অভিনেত্রী।

   

বলিউড,Bollywood,দিব্যা ভারতী,Divya Bharathi,মৃত্যু,Death,রহস্য,Mystery,অলৌকিক ঘটনা,Peranormal Incident,আয়েশা জুলকা,Ayesha Jhulka

তবে দুঃখের বিষয় এই যে মৃত্যুর এত বছর পরেও কিন্তু জানা যায়নি এই মিষ্টি অভিনেত্রীর মৃত্যুর আসল কারণ। তাই দিব্যা ভারতীর মৃত্যুর সাথেই কিন্তু ধামাচাপা পড়ে গিয়েছে তাঁর মৃত্যুর রহস্য। তবে ইতিপূর্বে বহুবার দিব্যা ভারতীর মৃত্যুর জন্য একাধিকবার কাঠগড়ায় তোলা হয়েছে তাঁর স্বামী সাজিদ নাদিয়াদওয়ালাকে।

বেশ কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল এই সাজিদ নাদিয়াদওয়ালাই নাকি বারান্দা থেকে সেদিন ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছিল দিব্যাকে। প্রসঙ্গত ১৯৯০ সালে তেলেগু সিনেমা ‘বব্বিলি রাজা’ দিয়ে অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল দিব্যা ভারতীর। আর তার দু’বছর পরেই ১৯৯২ সালে বিশ্বাত্মা ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেছিলেন তিনি।

Divya Bharti

তবে অল্পদিনের অভিনয় জীবনেই রেকর্ড সংখ্যক সিনেমায় অভনয় করেছিলেন দিব্যা ভারতী। জানা যায় সে সময় যখন দিব্যা ভারতীয় আচমকা মৃত্যু হয় তার আগে নাকি তাঁর হাতে দশটি ছবির কাজ ছিল। দিব্যা অভিনীত শেষ ছবি ছিল ‘রং’। আর এই সিনেমার ট্রায়ালেই নাকি ঘটেছিল এক অদ্ভুত অলৌকিক ঘটনা।

বলিউড,Bollywood,দিব্যা ভারতী,Divya Bharathi,মৃত্যু,Death,রহস্য,Mystery,অলৌকিক ঘটনা,Peranormal Incident,আয়েশা জুলকা,Ayesha Jhulka

এ প্রসঙ্গে রং সিনেমায় থাকা দিব্যার এক সহ অভিনেত্রী আয়েশা জুলকা এক সাক্ষাৎকারে বলেছিলেন দিব্যার মৃত্যুর পর যখন ছবির ট্রায়াল চলছিল তখনই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। সেসময় যখনই দিব্যা স্ক্রিনে আসেন ঠিক তখনই নাকি  স্ক্রিনটাই আচমকা ভেঙে পড়ে। আর এই ঘটনায় নাকি সেখানে উপস্থিত সকলেই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

site