• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২৫ বছর বয়সেই ওড়ালেন প্লেন! দেশের সবচেয়ে কনিষ্ঠ মহিলা পাইলট ‘কাশ্মীর কি কলি’ আয়েশা

আজকাল মেয়েরা কোনো অংশেই পিছিয়ে নেই। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কাজেই পারদর্শী হয়ে উঠেছেন মহিলারা। ডাক্তার থেকে পুলিশ, খেলোয়াড় থেকে পাইলট সব পেশাতেই দক্ষতার সঙ্গে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন মেয়েরা।

এবার শিরোনামে উঠে এলো আরও একজন নারী। ২০১১ সালে দেশের সর্ব কনিষ্ঠ পড়ুয়া পাইলটের তকমা ছিনিয়ে নিয়েছিলেন কাশ্মীরের (Kashmir) তরুণী আয়েশা আজিজ (Ayesha Aziz)। আয়েশা মাত্র ১৫ বছর বয়সেই পেয়েছিলেন প্লেন ওড়ানোর লাইসেন্স, আর তারপর ২৫ বছরে সর্ব কনিষ্ঠ পাইলট হিসেবে দেশের বুকে নয়া নজির গড়েন কাশ্মীরের এই তরুণী।

   

সারাদেশের মেয়েদের কাছে আজ অনুপ্রেরণা আয়েশা। ২০১১ সালে আয়েষা রাশিয়ায় গিয়ে মিগ-২৯ বিমান চালানো শেখেন। আর তারপর ২০১৭ সালে তিনি হাতে পেয়ে যান কমার্শিয়াল লাইসেন্স৷ তবে আজ আয়েশা সফল হলেও, তার স্বপ্নপূরণের জার্নিটা এতটাও সহজ ছিলনা।

পরবর্তী সময়ে বম্বে ফ্লাইং ক্লাব থেকে তিনি পাইলট হিসেবে স্নাতক হন। ২০১৭ সালে মেলে বাণিজ্যিক লাইসেন্স। অবশেষে স্বপ্নপূরণ। সংবাদ সংস্থা এএনআইকে নিজের সাফল্যের কথা বলতে গিয়ে আয়েষা জানিয়েছেন, চ্যালেঞ্জটা খুব সহজ ছিল না মোটেই।

ধরাবাঁধা রুটিন মাফিক জীবন কোনোকালেই পছন্দ ছিলনা আয়েশার৷ তিনি স্বপ্ন দেখতেন আকাশে ওড়ার। আর তাই স্বপ্ন যখন দেখেছেন তা পূরণ করার চ্যালেঞ্জ নিতেও পিছ পা হননি আয়েশা। নিজের স্বপ্ন পূরণ করতে একটু একটু করে নিজেকে তৈরি করেছেন তিনি। আয়েশার কথায়, ”এই পেশায় মানসিক অবস্থা খুবই মজবুত ‘হতে হয়। কেননা ২০০ জন যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়াটা খুব বড় একটা দায়িত্ব।”

site