• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরকীয়া দেখে ক্ষুদ্ধ দর্শক! পুরোনো ট্রাকে ফিরল ‘আয় তবে সহচরী’, কলেজ টপার সহচরী, রইল নতুন প্রমো

বাঙালির বিনোদনের ডেলিডোজ হল মেগা সিরিয়াল।তাই সারাদিনের ব্যস্ততা সামলে পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন সকলেই। তাই দিনে দিনে দর্শকমহলেও বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। এই কারণেই ধীরে ধীরে ব্যাপক বিস্তার লাভ করছে বাংলা সিরিয়ালের গন্ডিও। তাই দর্শকদের চাহিদা পূরণের কথা মাথায় রেখে প্রতিনিয়ত নতুনত্ব আনা হচ্ছে সিরিয়ালের বিষয়বস্তুতেও। আর আজকাল তো বাস্তব জীবনের আয়না হয়ে উঠেছে সিরিয়াল গুলি।

তাই বাস্তব জীবনে মানুষের নানান চাওয়া পাওয়া গুলোকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সিরিয়াল গুলোতে। এক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় আজকাল বেশীরভাগ সিরিয়ালেই অনেক বেশী গুরুত্ব দেওয়া হচ্ছে একাধিক নারীকেন্দ্রিক চরিত্রদের। অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল ‘আয় তবে সহচরী’ (Aye Tobe Sohochori)।তবে সিরিয়াল মানেই টিআরপি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যার গুরুত্ব অপরিসীম।

   

Aay Tobe Sohochori Actress Konineenica Banerjee

 

এই কারণেই বেশীরভাগ সিরিয়াল গুলোতেই দেখা যায় প্রথম দিকে যে বিষয়টিকে কেন্দ্র করে ধারাবাহিক শুরু হয়,সিরিয়াল এগোনোর সাথে সাথে তা মোড় নেয় অন্যদিকে। ঠিক তেমনই আয় তবে সহচরী সিরিয়াল শুরু হয়েছিল মাঝ বয়সী মহিলা সহচরীর পড়াশোনা করে জীবনে ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত লড়াই দিয়ে। তবে টিআরপি তালিকায় টিকে থাকার লড়াইয়ে সময়ের সাথে সাথে অনান্য আর পাঁচটি সিরিয়ালের মতোই এই সিরিয়ালের গল্পেও এসে হাজির হয়েছে সাংসারিক কূটকচালির পাশাপাশি পরকীয়া।

আয় তবে সহচরী,Aye Tobe Sohochori,সমরেশ,Samaresh,দেবীনা,Debina,সহচরী,Sohochori
দিনের পর দিন সিরিয়ালের এমন একঘেয়ে বিরক্তিকর ট্রাক দেখে হাঁপিয়ে ওঠেন দর্শকদের একটা বড় অংশ। দাবী ওঠে সমরেশের অবৈধ দেবীনাকে সরিয়ে সিরিয়ালে সহচরীর কলেজ, পড়াশোনা, ঘুরে দাঁড়ানোর লড়াইকে গুরুত্ব দিয়ে আবার ফিরিয়ে আনা হোক পুরনো ট্রাক। তাই এবার দর্শকদের দাবি মেনেই সম্প্রতি সিরিয়ালে ফিরে এসেছে পুরনো ট্রাক। স্বামী, সংসার সামলে এবার এখন অফিসে চাকরি করতে যাচ্ছে সহচরী। ইতিমধ্যেই দেখা গিয়েছে একটি রেডিও স্টেশনে রেডিও জকির কাজ পেয়েছে সহচরী।

আয় তবে সহচরী,Aye Tobe Sohochori,সমরেশ,Samaresh,দেবীনা,Debina,সহচরী,Sohochori
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে কলেজে সহচরী সব পরীক্ষায় দারুন রেজাল্ট করেছে। তার থেকে অনেক আশা কলেজের অধ্যাপিকার। তখন সহচরীর কাছে তার স্বামীর কথা জানতে চাওয়া হলে সহচরী স্পস্ট বলে দেয় মেয়েরা কোনো বস্তু বা কুকুর বিড়াল নয় যে স্বামী অর্থাৎ প্রভু থাকবে। তার বর আছে কিন্তু তার তার কোনো আশা নেই, তাই তার আশা পূরণের কোনো দায়ও নেই সহচরীর। একথা ক্লাসরুমের বাইরে থেকে শুনে মাথা হেঁট হয়ে যায় সমরেশের। সিরিয়ালে পুরনো ট্রাক দেখে দারুন খুশি দর্শক।