বাঙালির বিনোদনের ডেলিডোজ হল মেগা সিরিয়াল। আর ইদানিং সব সিরিয়ালে টি আর পিই শেষ কথা। তাই বেশি টিআরপি পাওয়ার আশায় সিরিয়ালের গল্পে আনা হয় হয় নিত্য নতুন টুইস্ট।যারফলে বেশিরভাগ সিরিয়ালের গল্পের গরু গাছে ওঠার মতো ঘটনা দেখা যায়। আর এখনকার দিনে সিরিয়ালের নায়ক নায়িকাদের বিয়ে হওয়া হোক কিংবা বিয়ে ভাঙা দুইই হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
দর্শমহলে দারুণ জনপ্রিয় এমন একটি মেগা সিরিয়াল হলো ‘আয় তবে সহচরী’ (Aye To be Sohochori)। এই সিরিয়ালে গল্পে প্রথম দিকে দেখা যায় এক মধ্যবয়সী গৃহবধূ সহচরীর কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করার গল্প । গল্প এগনোর সাথে সাথে সিরিয়ালে এসেছে নিত্যনতুন টুইস্ট ।যারা এই সিরিয়ালের নিয়মিত দর্শক তারা জানেন দিনে দিনে এই সিরিয়ালে পরকীয়াই হয়ে উঠছে প্রধান বিষয়।
তাই পড়াশোনা ছেড়ে বিয়ে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে সবাই। কিছুদিন আগে সিরিয়ালে দেখা গিয়েছে দেবিনার সাথে সমরেশের বিয়ে ভেস্তে দিয়েছিল সহচরী দেওর বুবাই। তাই শেষমুহূর্তে ডিভোর্স আটকে গিয়েছিল সমরেশ আর সহচরীর। এরই মধ্যে দেখা যাচ্ছে আবার নতুন করে ফিরে এসেছে টিপুর গার্লফ্রেন্ড সুজাতা। বরফি নিজে নিজেই ভেবে নিয়েছে এই সুজাতাকে তার স্যান্ডো কুমারএখনো মনে মনে ভালবাসে।
পাশাপাশি সিরিয়ালে দেখা যাচ্ছে দেবিনা আর তার বাড়ির মেজ বউ অর্থাৎ বরফির হেডমিস্ট্রেস আর সুজাতার ষড়যন্ত্রে বাড়ির সবার সামনে মাঙ্গলিক প্রমাণিত হয়েছে বরফি। যার ফলে প্রাণ সংশয় রয়েছে টিপুর। তাই বরফি যে কোন প্রকারের টিপু সাথে ডিভোর্স দিয়ে তাকে আবার বিয়ে দিতে চায় সুজাতার সাথে। কিন্তু টিপুর রাজি না থাকায় সে সই জাল করে ডিভোর্স পেপারে সই করে নিয়েছে। একথা জানার পর অভিমান করে টিপুও বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়ে নেয়।
কিন্তু তখন বরফি বুঝতে পারিনি যে সুজাতার সাথে সে বিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই মেয়ে আসলে কতটা সাংঘাতিক। এরই মধ্যে দেখা গিয়েছে সিরিয়ালের রাগের মাথায় সুজাতা সহচরী হাতে খিমচে রক্ত বার করে দিয়েছিল। তাই তার বদলা নিতে গেলে সুজাতা বফিকেও ফুলদানি দিয়ে কপালে আঘাত করে। সোশ্যাল মিইয়াযায় এই পর্বের ভিডিও ভাইরাল হয়েছে।