দিনে দিনে দর্শক মহলে বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। দর্শকদের এই চাহিদার কথা মাথায় রেখেই এখন বেশীরভাগ সিরিয়ালেই বিশেষ গুরুত্ব পাচ্ছে একাধিক নারীকেন্দ্রিক চরিত্র। অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছে এমনই একটি সিরিয়াল হল ‘আয় তবে সহচরী’ (Aye Tobe Sohochori)।
এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘদিন পর অভিনয়ে কামব্যাক করেছেন জনপ্রিয় অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়। এই সিরিয়ালের শুরুতে ধিঙ্গী আর সহচরীর আনকোরা শ্বাশুড়ী বৌমার সম্পর্ক তথা অসমবয়সী বন্ধুত্ব মন জয় করে নিয়েছিল দর্শকদের। সেইসাথে স্বামী, সন্তান,সংসার সামলে এক মাঝ বয়সী মহিলার কলেজে পড়াশোনা করার স্বপ্ন মন ছুঁয়েছিল সিরিয়াল প্রেমীদের।
তবে বেশকিছুদিন আগেই সিরিয়ালের ট্রাকে আছে বিরাট পরিবর্তন। পড়াশোনার পাট চুকিয়ে এই সিরিয়াল জুড়ে জায়গা করে নিয়েছে পরকীয়া। দিনের পর দিন সমরেশের সাথে দেবিনার বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অতিষ্ঠ হয়ে ওঠে সহচরী। সিরিয়ালের এই বিরক্তিকর ট্রাক দেখে বিরক্ত হয়ে পড়েছেন দর্শকরাও। তাই দেবীনাকে হাটিয়ে আবার সিরিয়ালের পুরনো ট্রাক ফিরিয়ে আনার দাবি উঠেছে অনেকদিন ধরেই।
এরইমধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না সহচরী সিরিয়ালের ভক্তরা। কারণ বর্তমান প্লট অনুযায়ী দেখা সহচরী আর সমরেশের ডিভোর্সের কথা চলছে। তাই এরইমধ্যে রোম্যান্সে ভরপুর সহচরী আর সমরেশের কাছাকাছি আসার ভিডিও দেখে চোখ কপালে উঠেছে দর্শকদের।
View this post on Instagram
আসলে এই ভিডিওটি সিরিয়ালের কোনো অংশ নয়। এটি আসলে এই সিরিয়ালের সহচরী অভিনেত্রী কনীনিকার নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করা একটি রিল ভিডিয়ো। এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একটা বড় অংশের তরফে দাবি করা হয়েছে পরকীয়া আর কূটকচালি দেখে সবাই হাঁপিয়ে উঠেছেন তাই এবার সবাই সিরিয়ালেও এমন গল্প দেখতে চান।
View this post on Instagram