• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সহচরীর বস নাকি চশমা পরা অসুর! আয় তবে সহচরী সিরিয়ালে সইয়ের বসকে দেখে হাসির রোল নেটপাড়ায়

Published on:

আয় তবে সহচরী,Aye Tobe Sohochori,দেবিনা,Debina,সমরেশ,Samaresh,অভিষেক,Abhishek,মনোজ ওঝা,Manoj Ojha,নতুন প্রোমো,New Promo

বাঙালীর বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। তবে দর্শকদের মনোরঞ্জনে কিন্তু মেগা সিরিয়ালের জুড়ি মেলা ভার। আর আজকাল সব সিরিয়ালেই এখন শেষ কথা বলে টি আর পি। তাই সিরিয়ালের শুরুটা একরকম হলেও টি আর পি লিস্টে এগিয়ে থাকতে এখনকার দিনে বেশীরভাগ সিরিয়ালেই শেষমেশ গল্পের গরু গাছে ওঠে।

ব্যতিক্রম নয় স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘আয় তবে সহচরী’ (Aye Tobe Sohochori-ও। নারীকেন্দ্রিক এই সিরিয়ালের শুরুতে সহচরীর মতো মাঝ বয়সী বিবাহিত মহিলার বিয়ের পরেও সংসার সামলে নিজের পায়ে দাঁড়ানোর দু চোখ ভরা স্বপ্ন দিয়ে বোনা হয়েছিল সিরিয়ালের গল্প। কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে আর পাঁচটা সিরিয়ালের মতো এই সিরিয়ালেও এসে হাজির হয় পরকীয়া।

আয় তবে সহচরী,Aye Tobe Sohochori,দেবিনা,Debina,সমরেশ,Samaresh,অভিষেক,Abhishek,মনোজ ওঝা,Manoj Ojha,নতুন প্রোমো,New Promo
দেবিনা আর সমরেশের সেই পরকীয়া দেখতে দেখতে দর্শক অতিষ্ঠ হয়ে পড়লে সিরিয়ালে ফিরে আসে মূল গল্প। এরই মধ্যে সিরিয়ালে দেখা গিয়েছে সহচরী নিজের ক্ষমতায় চাকরি পেয়ে চুটিয়ে নিজের জীবন উপভোগ করছে। অন্যদিকে গত সপ্তাহেই সিরিয়ালে এসেছে নাটকীয় মোড়। বিয়ের মন্ডপ অবধি পৌঁছেও বিয়ে ভেস্তে গিয়েছে দেবিনা (Debina) সমরেশের (Samaresh)। কারণ হিসাবে দেখানো হয়েছে সমরেশ আর সইয়ের ডিভোর্সের আসল সত্যি।

আয় তবে সহচরী,Aye Tobe Sohochori,দেবিনা,Debina,সমরেশ,Samaresh,অভিষেক,Abhishek,মনোজ ওঝা,Manoj Ojha,নতুন প্রোমো,New Promo
সেই মুহুর্তে জানা যায় সহচরী আর সমরেশের ডিভোর্সের ব্যাপারে উকিল মিথ্যে বলেছিল তাই দেবিনা কে বিয়ে করবে না বলে জানায় সমরেশ। তখন নিজের দাদাকে দেবিনার হাত থেকে বাঁচাতে দেবিনাকেই সিঁদুর পরিয়ে দেয় বুবাই। অন্যদিকে সমরেশ জেল থেকে বাড়ি এসেই চেষ্টা চালাচ্ছে আবার সহচরীর মন জয় করতে। এরইমধ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো (New Promo)।

আয় তবে সহচরী,Aye Tobe Sohochori,দেবিনা,Debina,সমরেশ,Samaresh,অভিষেক,Abhishek,মনোজ ওঝা,Manoj Ojha,নতুন প্রোমো,New Promo

সেখানে দেখা যাচ্ছে সহচরীর অফিসে এসেছেন নতুন বস অভিষেক (Abhishek)। এই নতুন চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা মনোজ ওঝা (Manoj Ojha)। তিনি জানান তিনি তার অফিসে বয়স্ক আর জে চান না।তাই সহচরীর চাকরি চলে যাওয়ায় সমরেশ সহচরীকে বলে তাকে একটা সুযোগ দিতে সে তার বসের পায়ে ধরে হলেও চাকরি ফিরিয়ে আনবে। এরমধ্যে ট্রলি সেনগুপ্ত বাড়ি এসে হাজির হন অভিষেক। যা দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রেনিং। এছাড়া সহচরীর নতুন বসের লুক দেখেও হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥