সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। তাই অবসর সময়ে সিরিয়ালপ্রেমীদের মনের ক্লান্তি দূর করার অন্যতম খোরাক হল সিরিয়াল। এককথায় বলতে গেলে একঘেয়ে জীবনে একমুঠো অক্সিজেনের সমান এই সিরিয়াল। তাই পছন্দের তারকাদের টিভির পর্দায় না দেখা অবধি গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের।
আজকের দিনে দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘আয় তবে সহচরী’ (Aye Tobe Sohochori)। শুরু থেকেই একেবারে ভিন্ন স্বাদের গল্প বলে এই ধারাবাহিক। আর সেই কারণেই আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা হয়ে উঠেছে সইমা, আর ধিঙ্গির গল্প।
এই কারণেই খুব অল্প দিনের মধ্যেই দর্শকদের মন ছুঁয়েছে এই সিরিয়াল। সিরিয়ালের শ্বাশুড়ি সহচরী আর বৌমা ধিঙ্গির সম্পর্কটাই একেবারে আনকোরা। এই ধারাবাহিকে সহচরীর ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee) অন্যদিকে বরফি ধিঙ্গির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অরুণিমা হালদার (Arunima Halder)।
সিরিয়ালে এখন মাঝে মধ্যেই ধিঙ্গি আর টিপুর মধ্যে রোম্যান্স দেখা যাচ্ছে। সরস্বতী পুজোর সকালেও তেমনই এক ঝলক দেখা গেল সিরিয়ালে। যা দেখে চোখ জুড়িয়েছে দর্শকদের।ইতিমধ্যেই বেশ কিছুদিন আগেই সিরিয়ালে এন্ট্রি হয়েছে খলনায়িকা দেবিনার। আসলে তার সাথে ধিঙ্গির শ্বশুরের রয়েছে অবৈধ সম্পর্ক। এরই মধ্যে সিরিয়ালে দেখা গিয়েছে দেবিনার আসল সত্যিটা প্রায় জেনে গিয়েছে ধিঙ্গির বর টিপু। অন্যদিকে সইয়ের শ্বাশুড়ীও এখন আর দেবিনাকে সহ্য করতে পারছে না।
অন্যদিকে এ ই বাড়িতে থেকেই দেবিনার সাথে দল পাকিয়েছে বাড়ির বৌ। তাই সরস্বতী পুজোর দিন সহচরীকে সকলের সামনে অপদস্থ করার জন্য দেবিনার সাথে হাত মিলিয়ে পুজোর ভোগের মধ্যে চিংড়ি মাছ মিশিয়ে দেওয়ার চক্রান্ত করে সে। এরপর ধিঙ্গির হাত থেকে দেবিনা আলপনা দেওয়ার ডালা তুলে নিলে টিপুর ঠাম্মা এসে তা আবার ধিঙ্গির হাতে তুলে দেয়।