• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হতে চলেছেন ভারতী! গ্ল্যামার থেকে দূরে বরের সাথে ফার্ম হাউসে চলছে রান্নাবান্না,রইলো ভিডিও

Published on:

ভারতী সিং,Bharti Singh,হার্ষ লিম্বোচিয়া,Harsh Limbochia,রুটি সেঁকা,Making Roti,ফার্ম হাউস,Farm House

বিগত বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ভারতী সিং। গত বছরের শেষেই অর্থাৎ ডিসেম্বরের ১০ তারিখ নিজের গর্ভাবস্থার কথা জানান ভারতী। একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে অনুরাগীদের সাথে এই খুশীর খবর ভাগ করে নিয়েছিলেন ভারতী এবং তার স্বামী হার্ষ লিম্বোচিয়া। এই মুহুর্তে ৬ মাসের গর্ভবতী এই কমেডি ক্যুইন।

লল অর্থাৎ লাইফ অফ লিম্বোচিয়া নামের ওই ইউটিউব চ্যানেলে শেয়ার করা এই ভিডিওটিতে, ভারতীকে প্রথমে তার নিজের প্রেগন্যান্সি কিটটি দেখতে দেখা যায় এবং পরে এটিতে দুটি লাইন দেখে আনন্দে পাগল হয়ে যায় ভারতী। খুশিতে প্রথমে তুমুল নাচ শুরু করে দেয় ভারতী। এরপর স্বামী হর্ষকেও ঘুম তুলে সুখবর দিয়েছিলেন ভারতী। যা শুনে হার্ষও ভীষণ এক্সাইটেড হয়ে যান।

ভারতী সিং,Bharti Singh,হার্ষ লিম্বোচিয়া,Harsh Limbochia,রুটি সেঁকা,Making Roti,ফার্ম হাউস,Farm House
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি নতুন ভিডিও। এই ভিডিওতে শহর থেকে বেশ দূরে নিজেদের ফার্ম হাউসে বসে রুটি সেঁকতে দেখা যাচ্ছে ভারতীকে। উল্লেখ্য দেশজুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণের মধ্যেই বানিজ্য নগরী মুম্বাইতে দিনে দিনে চওড়া হচ্ছে করোনার থাবা।

ভারতী সিং,Bharti Singh,হার্ষ লিম্বোচিয়া,Harsh Limbochia,রুটি সেঁকা,Making Roti,ফার্ম হাউস,Farm House
তাই এই পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত রাখতে ভারতীকে নিয়ে শহর থেকে দূরে এক শান্ত নিরিবিলি পরিবেশে নিজেদের ফার্ম হাউসে গিয়ে উঠেছেন ভারতী আর হার্ষ।সাথেই রয়েছে তাদের প্রিয় পোষ্য কুকুর। ভিডিওতে হার্ষ জানিয়েছেন আপাতত এখানে থকেই শুটিং সহ অনান্য কাজ করবেন তারা।

জীবনের অন্যতম সুন্দর অধ্যায় শুরু আগে নিজের হবু সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সমস্ত সতর্কতা অবলম্বন করছে তারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একদিকে হর্ষ যখন উনুনে চিকেন ফ্রাই করছেন, তখন ভারতী ডাল মাখানি বানানোর পাশাপাশি একেবারে ঘরোয়া অবতারে উনুনে রুটি সেঁকছেন। লাফটার ক্যুইনের এই রুটি সেঁকার ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥