• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দ‍্য কাশ্মীর ফাইলস’ দেখতে গেলে ভাড়া মাফ! বিনামূল্যে হলে নিয়ে যাচ্ছেন অটো চালক, রইল ভিডিও

১১ই মার্চ রিলিজ হয়েছে দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files), তবে এখনও ছবি নিয়ে চর্চার শেষ নেই। প্রায় ২০০ কোটির বক্স অফিস কালেকশন হয়ে গিয়েছে ছবির। প্রতিদিনিই ব্যাপক দর্শক ভিড় জমাচ্ছেন ছবিটি দেখার জন্য। তবে এখনও অনেকেরই এই ছবি দেখা বাকি রয়ে গেছে। যারা ছবিটি এখনও দেখে উঠতে পারেননি তাঁরা তাদের সিনেমা হল পর্যন্ত বিনামূল্যে পৌঁছে দিচ্ছেন এক অটো চালক (Free Auto ride for Kashmir Files viewers)।

হ্যাঁ ঠিকই দেখছেন, দ্য কাশ্মীর ফাইলস দেখতে গেলে যাত্রীদের বিনামূল্যেই পৌঁছে দিচ্ছেন এক অটো চালক। ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন। যা নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। অবশ্য যে ছবি নিয়ে সর্বত্র এতটা শোরগোল পড়েছে এমনকি বেশ কিছু রাজ্যে ট্যাক্স ফ্রি ঘোষিত হয়েছে ছবি সেটার জন্য বিনামূল্যে যাত্রী পরিষেবা পাওয়া গেলে সেটা ভাইরাল হওয়ারই কথা।

   

The Kashmir Files,Free Auto Ride,দ্য কাশ্মীর ফাইলস,ভাইরাল ভিডিও,বিনামূল্যে অটো পরিষেবা,বিবেক অগ্নিহোত্রী,Vivek Agnihotri,Viral Video

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অটো থেকে নামলেন এক বৃদ্ধা ও তাঁর সাথে ছিলেন আরও একজন মহিলা। অটো থেকে নেমে ভাড়ার টাকা দিতে গেলেই সেটা নিতে অস্বীকার করেনাউত চালক। যাত্রীরা অনুরোধ করেন যে অরে এমন করলে কি করে হয়! ভাড়াটা নিয়ে নিন। কিন্তু সে কথাই কান দেয়নি অটো চালক।

The Kashmir Files,Free Auto Ride,দ্য কাশ্মীর ফাইলস,ভাইরাল ভিডিও,বিনামূল্যে অটো পরিষেবা,বিবেক অগ্নিহোত্রী,Vivek Agnihotri,Viral Video

অটো চালক উল্টে জানান, এই ছবি সবার দেখা উচি। তাই আমি ঠিক করেছি যারা ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখতে আসবে অটোতে চেপে তাদের থেকে কোনো ভাড়া নেব না। একপ্রকার জনসেবা করতে চাইছেন ওই অটো চালক। এই গোটা ঘটনা মোবাইলের ক্যামেরাবন্দি করে নেটপাড়ায় শেয়ার করা হয়েছে। যেটা খোদ পরিচালক নিজেই শেয়ার করেছেন নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে।

টুইট করে বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, ‘ভারত, মানবতা, শত শত প্রণাম, কৃতজ্ঞ’। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। হাজারো লাইক, রিটুইট হয়ে গিয়েছে ভিডিওটি, সাথে শুরু হয়েছে চর্চাও। অনেকেই ঐ অটো চালকের প্রশংসা করেছেন।