• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরকীয়াকে প্রশ্রয় দিচ্ছেন লীনা! বউকে ছেড়ে গুড্ডির সঙ্গে অনুজের রাত কাটানো দেখে চটে লাল দর্শকরা

Updated on:

Audiences are really angry with the current plot of Leena Ganguly’s Guddi serial

মাস কয়েক আগে শুরু হয়েছিল ‘গুড্ডি’ (Guddi) ধারাবাহিকটি। টিআরপি লিস্টে তেমন কোনও কামাল না দেখাতে পারলেও, এই ধারাবাহিকটি নিয়ে দর্শকদের অভিযোগের শেষ নেই। ধারাবাহিকের গল্পে একাধিক টুইস্ট আনা হলেও তা কিছুতেই দর্শকদের পছন্দ হচ্ছে না।

সিরিয়ালের শুরুতে দেখানো হয়েছিল পাহাড়ি মেয়ে গুড্ডি (Guddi) এবং আইপিএস অফিসার অনুজের (Anuj) মিষ্টি সম্পর্ক। কিন্তু এরপর আচমকাই দু’জনের বিয়ে হয়ে যায়। এরপর খারাপ হতে থাকে সম্পর্ক। শেষ এমন একটা সময় আসে যখন কেউ কাউকে সহ্যই করতে পারত না। এরপর ফের গল্পে আসে একটি বড় পরিবর্তন।

Guddi and Anuj

গুড্ডির সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর অনুজ শিরিনের সঙ্গে সাত পাক ঘোরে। কিন্তু বিয়ের পর দেখা যায়, প্রথম বিয়ের মতোই দ্বিতীয় বিয়েতেও অনুজ সুখী না। শিরিনের সঙ্গে সাত পাক ঘোরার পর আচমকাই চক্ষুশূল গুড্ডির প্রতি অনুজের ভালোবাসা জন্ম নিতে থাকে। ধীরে ধীরে প্রথম স্ত্রীয়ের প্রতি দুর্বল হয়ে পড়তে থাকে অনুজ।

এখন আবার দেখানো হচ্ছে, গুড্ডি পাহাড়ে ফিরে যাচ্ছে বলে অনুজ তাঁর পিছনে ছুটেছে। এমনকি তাঁর সঙ্গে থাকবে বলে স্ত্রী শিরিনকেও মিথ্যে বলে সে।  একসময়ের ভালোবাসা শিরিনকে ফেলে রেখে এখন অনুজ প্রথম স্ত্রী গুড্ডির সঙ্গে রাত কাটাচ্ছে।

Anuj and Shirin wedding

একসময় যাকে বিয়ে করবে বলে পাগল ছিল অনুজ, যার সঙ্গে ধুমধাম করে বিয়ে করেছিল সে এখন সেই শিরিনকেই একেবারে সহ্য করতে পারছে না। আর সেই কারণেই ধারাবাহিকের নায়কের এমন চরিত্রের বহর কিছুতেই মেনে নিতে পারছেন না দর্শকরা। সেই সঙ্গেই তাঁরা ক্ষোভ উগড়ে দিচ্ছেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Ganguly) ওপরও।

Leena Ganguly

একজন দর্শক যেমন ‘গুড্ডি’ ধারাবাহিকের বর্তমান প্লট দেখে লিখেছেন, ‘ডিভোর্সের পর নাকি আবার ফুলশয্যা। ওহ থুড়ি থুড়ি, ডিভোর্সের পর দ্বিতীয় স্ত্রী’কে ফেলে রেখে প্রথম স্ত্রী’য়ের সঙ্গে পগারপার’। পাশপাশি অনেকে এও লিখেছেন, এখনকার কিছু কিছু ধারাবাহিকে যেভাবে পরকীয়াকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, তাতে খুব তাড়াতাড়িই এই সমাজ একেবারে ‘উচ্ছন্নে’ যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥