• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধর্ম নিয়ে ছেলেখেলা! আশ্বিন মাসে সরস্বতী পুজো করে নেটিজেনদের কটাক্ষের শিকার ‘মাধবীলতা’

Published on:

Audiences are angry after watching Bengali television serial Madhabilata’s new promo

এই মুহূর্তে বাংলার দুই টেলিভিশন চ্যানেলের মধ্যে দারুণ কম্পিটিশন চলছে। একদিকে এখন ‘মিঠাই’য়ের টাইম স্লট পরিবর্তন করায় চটে লাল হয়ে গিয়েছে দর্শকদের একাংশ। সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে চ্যানেল বয়কটের ডাক। আর এই সুযোগে স্টার জলসা এখন প্রত্যেকটা সিরিয়ালের (Bengali television serial) ধামাকেদার প্রোমো প্রকাশ করছে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘মাধবীলতা’র (Madhabilata) নতুন প্রোমো। তবে সেই প্রোমো দেখে প্রশংসা তো দূর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। আর তাঁদের সেই পদক্ষেপ নেওয়ার বেশ কিছু কারণও রয়েছে।

Madhabilata,Madhabilata new promo,Sarwasati Pujo in Madhabilata,Bengali serial,entertainment,মাধবীলতা,বাংলা সিরিয়াল,বিনোদন,মাধবীলতায় সরস্বতী পুজো

আসলে আমরা প্রত্যেকেই জানি, এই মুহূর্তে যেমন উৎসব চলছে সিরিয়ালগুলিতেও কমবেশি তাই দেখানো হয়। কোথাও যেমন দেখানো হচ্ছে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো। আবার কোথাও করবা চৌথের মতো উৎসব উদযাপন করতে দেখা যাচ্ছে। কিন্তু এত অবধি তো ঠিক ছিল, কিন্তু তাই বলে এই ভরা আশ্বিন মাসে সরস্বতী পুজো!

কিন্তু এই কাজ করে দেখিয়েছে ‘মাধবীলতা’। পুষ্পরঞ্জনের বাড়িতে আসার পর মাধবী এখন সেখানে ধুমধাম করে সরস্বতী পুজো করছে। সম্প্রতি প্রকাশ্যে আসায় প্রোমোয় দেখা গিয়েছে, মা সরস্বতীর সামনে বসে মাধবী তাঁর নিরক্ষর শ্বশুর পুষ্পরঞ্জনকে হাতে খড়ি দেওয়াচ্ছে। আর তা দেখে বেশ খুশি হয়েছে সবুজ।

Saraswati Pujo in Madhabilata

তবে ‘মাধবীলতা’ সিরিয়ালে এই কাণ্ড দেখেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়। কারণ  মা দুর্গার অকালবোধনের কথা জানা থাকলেও এবার টিআরপি আনতে মা সরস্বতীর অকালবোধন হচ্ছে! আর তা দেখেই চটে গিয়েছে দর্শকদের একাংশ। ধারাবাহিকের বিরুদ্ধে উঠেছে হিন্দু ধর্ম নিয়ে ছেলেখেলা করার মতো গুরুতর অভিযোগও।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

কেউ কেউ আবার স্টার জলসারই পুরনো সিরিয়াল ‘বরণ’এর প্রসঙ্গও টেনে এনেছে। তাঁদের মতে, এটা তো মনে হচ্ছে ‘বরণ’এর সিজন ২! জানিয়ে রাখি, ‘বরণ’এও ধারাবাহিকের নায়িকা তিথি নায়ক রুদ্রিককে অসময়ে হাতে খড়ি দেওয়ানো করেছিল। এবার ‘মাধবীলতা’তেও সেই একই কাণ্ড দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥