• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নায়ক-নায়িকাদের আলাদা করা কম পরিশ্রমের নয়! মিশকা-বীথিদের শ্রমিক দিবসের শুভেচ্ছায় ভরাল দর্শকরা

বাংলা সিরিয়াল (Bengali serial) মানেই দর্শকদের (Audience) অত্যন্ত পছন্দের একটি বিষয়। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর একটু বিনোদনের জন্য তাই টিভি খুলে বসে পড়েন তাঁরা। রোজ বিকেলে স্টার জলসা, জি বাংলার পর্দায় চোখ রাখা এখন যেন তাঁদের কাছে একটি অভ্যাসের মতো হয়ে গিয়েছে। ধারাবাহিকের সদস্যরা এখন হয়ে গিয়েছে দর্শকদের ‘ফ্যামিলি মেম্বার’।

প্রত্যেকটি বাংলা ধারাবাহিকেই নায়ক-নায়িকার মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে খলনায়ক কিংবা খলনায়িকারও (Villain)। সিরিয়ালগুলি যেহেতু সাধারণত নারীকেন্দ্রিক হয়, সেই জন্য ভিলেন হিসেবে নারী চরিত্রেরই দেখা মেলে। ‘অনুরাগের ছোঁয়া’য় যেমন রয়েছে মিশকা (Mishka), তেমনই ‘মেয়েবেলা’য় রয়েছে বীথি (Bithi)। তবে শুধু এই দুই চরিত্রই নয়, বাংলা সিরিয়ালে আরও বহু আইকনিক খলচরিত্র রয়েছে।

   

Bithi and Mishka, Bengali serial villain

তবে সে যাই হোক না কেন, সম্প্রতি বাংলার দর্শকরা এই খলনায়িকাদের নিয়ে একটি অভিনব জিনিস করেছেন। যে কারণে তাঁদের নিয়ে আলাদা করে চর্চা হচ্ছে। আমরা সকলেই জানি, গত ১ মে শ্রমিক দিবস উদযাপিত হয়েছে। আর এই দিনে বাংলার খলনায়িকাদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা!

শ্রমিক দিবসে খলনায়িকাদের শুভেচ্ছা জানানো হয়েছে শুনে নিশ্চয়ই আপনার ভ্রু কুঁচকে গিয়েছে? তবে এর নেপথ্যের কারণটা জানার পর যাবতীয় সংশয় কেটে যাবে। পাশাপাশি সেই কারণ শুনলে আপনার হাসিও ছুটতে পারে কিন্তু।

Bithi and Mishka, Bengali serial villain

সম্প্রতি একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাংলা সিরিয়ালের ভিলেনদের উদ্দেশে লেখেন, সারা বছর অক্লান্ত পরিশ্রম করে নায়ক-নায়িকার মধ্যে অশান্তি বাঁধান এই খলনায়িকারা। সেই সঙ্গেই নায়িকাদের জীবনও অতিষ্ঠ করে তোলেন। এই যে সারা বছর ধরে তাঁরা অক্লান্ত পরিশ্রম করেন, সেই জন্য বাংলা টেলিভিশনের খলনায়িকাদের শ্রমিক দিবসের শুভেচ্ছা জানানো উচিত।

নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সংশ্লিষ্ট নেটিজেনের এই পোস্ট। অনেকেই তাঁর সঙ্গে সহমতও পোষণ করেছেন। অনেকেই বলছেন, বাংলা সিরিয়ালের খলনায়িকারা যেভাবে বছরভর পরিশ্রম করে নায়ক-নায়িকার মধ্যে অশান্তির সৃষ্টি করেন, সেই জন্য অবশ্যই তাঁদের শ্রমিক দিবসের শুভেচ্ছা জানানো উচিত।