• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আচমকাই বন্ধ হচ্ছে সব সিরিয়াল! মিঠাই, জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া দেখা যাবে না? মাথায় হাত দর্শকদের

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,বন্ধ হচ্ছে,Air Off,কেবল অপারেটর,Cable Operetor,ব্রডকাস্টর,Broadcaster,মিঠাই,Mithai,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,জগদ্ধাত্রী,Jagadhatri

বাংলা সিরিয়াল (Bengali Serial) মানেই এখনকার দিনে বিনোদনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন সকলেই। আর এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় বাংলা সিরিয়াল গুলির মধ্যে প্রথমেই আসে ‘মিঠাই’ (Mithai), ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa), ‘জগদ্ধাত্রী’র (Jagadhatri) নাম। এছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে আরও একাধিক সিরিয়াল।

কিন্তু এসবের মধ্যেই সিরিয়ালপ্রেমী দর্শকদের জন্য এসে গিয়েছে বিরাট এক মন খারাপের খবর। শোনা যাচ্ছে আচমকাই সমস্ত বিনোদনমূলক চ্যানেল গুলিতে বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় সব বাংলা সিরিয়াল গুলি। দর্শকরা আর দেখতে পাবেন না তাদের প্রিয় সিরিয়াল। তাই আর কেউ দেখতে পাবেন না মিঠাই,দীপা এবং জগদ্ধাত্রীর মতো নায়িকাদের।

24th Nov Trp list Jagadhatri and Anurager Chonwa bengal toper see complete Trp list

কিন্তু কেন? হঠাৎ করেই বাংলা সিরিয়ালের এমন দুর্দিন আসার কারণ কি? এমনিতেই এখন বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড প্রতিযোগিতায় টিকে থাকতে না পারলে অল্প দিনেই শেষ করে দেওয়া হচ্ছে সেই সিরিয়াস তাহলে কি সেই চলতি ট্রেন্ডে গা ভাসিয়ে এবার শেষ হয়ে যাচ্ছে  জনপ্রিয় সব সিরিয়াল গুলি? কিন্তু না তেমন কিছুই নয় আসলে ধারাবাহিক বন্ধ হচ্ছে না সমস্যাটা অন্য জায়গায়।

জানা যাচ্ছে চলতি মাসেই  TRAI-এর তরফে দাম বাড়ানো হচ্ছে চ্যানেল গুলির। ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  জানা যাচ্ছে গত বছর নভেম্বর মাসে নতুন ট্যারিফ অর্ডার ২.০ আনা হয়েছে। তারই ভিত্তিতে এতদিন নতুন চ্যানেল নিতে গ্রাহকদের ১২ টাকা দিতে হত। আর এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে   ১৯ টাকা!

TRAI Brodcaster Cable Operator

আর তাতেই কেবল অপারেটর আর ব্রডকাস্টারের মধ্যে শুরু হয়েছে ঝামেলা। গ্রাহকদের স্বার্থের কথা ভেবেই প্রতিবাদে সামিল হয়েছেন কেবল অপারেটররা। যার জেরে আগামীদিনে ব্রডকাস্টাররা বন্ধ করে দিতে পারে চ্যানেল। যার এখন টিভি খুললেই দেখা যাচ্ছে, একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। যেখানে লেখা আছে, ‘প্রিয় গ্রাহক চ্যানেল সম্প্রচারকারী কোম্পানিরা TRAI-এর নতুন আদেশ অনুসারে চ্যানেলের মারাত্মক দাম বাড়িয়েছে।  গ্রাহকের স্বার্থের কথা চিন্তা করে যেহেতু আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, সেহেতু হয়তো ব্রডকাস্টার আমাদের প্ল্যাটফর্ম থেকে এই চ্যানেলটি বন্ধ করে দিতে পারে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥