• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এতো ‘বাহুবলী’ দেখে টুকে দিয়েছে! ‘Karthikeya 2’র ট্রেলার প্রকাশ্যে আসতেই কটাক্ষ নেটিজেনদের

বহু বছর ধরে দর্শকরা অপেক্ষা করছিলেন সুপারহিট ‘কার্তিকেয়’ (Karthikeya) ছবির সিক্যুয়েলের। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রহস্য, রোমাঞ্চে ভরা ‘কার্তিকেয় ২’ (Karthikeya 2) সিনেমাটি। সম্প্রতি সেই ছবির হিন্দি ট্রেলার মুক্তি পেয়েছে।

তবে ট্রেলার মুক্তি পাওয়ার পরই বেঁধেছে গোলযোগ। কারণ এই ছবির বিরুদ্ধে উঠেছে সিনেমা ঝেঁপে দেওয়ার মতো গুরুতর অভিযোগ। ‘কার্তিকেয় ২’এর ট্রেলার (Karthikeya 2 trailer) দেখার পর দর্শকরা দাবি করছেন প্রভাস অভিনীত ব্লকবাস্টার ছবি ‘বাহুবলী’ (Bahubali) থেকে নাকি ঝেপে তৈরি হয়েছে এই সিনেমা!

   

Karthikeya 2

রহস্য, রোমাঞ্চ এবং সুপারন্যাচারাল বিষয় এমন একটি জঁর যা দর্শকদের বরাবর মুগ্ধ করে এসেছে। নিখিল সিদ্ধার্থ, অনুপম খের, অনুপমা পরমেশ্বরণ, শ্রীনিবাস রেড্ডি অভিনীত এই সিনেমাও দর্শকদের ইমপ্রেস করবে বলেই মনে করা হচ্ছিল, কিন্তু ছবির ট্রেলার দেখার পর ‘চুরি’র অভিযোগ ওঠায় নির্মাতারা খানিক হতাশ হয়ে পড়েছেন।

‘কার্তিকেয় ২’এর ট্রেলার দেখার পর দর্শকদের মত, এই ছবির বহু দৃশ্য দেখেই প্রভাস অভিনীত ‘বাহুবলী’র কথা মনে পড়ে যাচ্ছে। তাই ছবি টোকা হয়েছে বলেই এমনটা হচ্ছে বলে মত তাঁদের। তবে সব দর্শকের কিন্তু এমনটা মনে হয়নি। তাঁদের মতে আবার, দুই ছবিতে থাকা এমন মিল নেহাতই কাকতালীয়।

প্রভাস অভিনীত ‘বাহুবলী’ কথা বলা হলে, এটি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তো বটেই, ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা একটি সিনেমা। রাজামৌলীর ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির দু’টি সিনেমাই বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই কারণে ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ মুক্তির ৫ বছর পরেও সেই ছবির এক একটি দৃশ্য এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে।

অপরদিকে ‘কার্তিকেয়’র কথা বলা হলে, এটি তেলেগু ভাষার একটি সুপারন্যাচারাল ফিল্ম। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কার্তিকেয়’ ছবির সিক্যুয়েল এটি। আগামী ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা এই সিনেমা পরিচালনা করেছেন চান্দু মন্ডেতি।