• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রীময়ী শেষ হলেও কমেনি জনপ্রিয়তা, ফেরানো হোক ‘জুন আন্টি’ ঊষসীকে, দাবি দর্শকদের

Published on:

Audience request Ushasie Chakraborty to comeback with a negative character like June Aunty

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ছিল ‘শ্রীময়ী’ (Sreemoyee)। ধারাবাহিকটি শেষ হয়েছে দীর্ঘসময় হয়ে গেলেও এখনও দর্শকরা সেটি প্রচণ্ড মিস করেন। নায়িকা শ্রীময়ী তো রয়েছেই খলনায়িকা জুন আন্টিকেও (June Aunty) বেশ মিস করেন তাঁরা। ভিলেনের চরিত্রেই ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) এত সুন্দর অভিনয় করেছিলেন যে দর্শকরা মুগ্ধ হয়ে গিয়েছিলেন।

‘শ্রীময়ী’ শেষ হয়ে যাওয়ার পরেও দর্শকরা এখনও ঊষসীকে ‘জুন আন্টি’ হিসেবেই ডাকেন। সম্প্রতি যেমন ফের একবার প্রিয় ‘জুন আন্টি’কে সিরিয়ালে ফেরানোর আর্জি জানিয়েছেন তাঁরা। ঊষসী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন, সেটি দেখেই এই দাবি জানিয়েছেন অনুরাগীরা।

Ushasie Chakraborty,June Aunty,Sreemoyee,Tollywood,Bengali serial,entertainment,ঊষসী চক্রবর্তী,জুন আন্টি,শ্রীময়ী,টলিউড,বাংলা সিরিয়াল,বিনোদন

পর্দার জুন আন্টি এমন একজন ব্যক্তি যিনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলায় বিশ্বাসী।  অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলি তো অন্তত তেমনটাই বলছে। কিছু সময় আগে অবধিও সোশ্যাল মিডিয়ায় ঊষসীর এত ঘনঘন যাতায়াত ছিল না। কিন্তু এখন নিজের জীবনের নানান মুহূর্তের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিচ্ছেন তিনি।

ঊষসীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘাঁটলেই দেখা যাবে, বিদেশে ঘুরতে যাওয়া, বন্ধুর বিয়ের নানান মুহূর্তের ছবি। এখন আবার রিল ভিডিওয় হাত পাকানোও শুরু করে দিয়েছেন অভিনেত্রী। বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই নানান ধরণের রিল ভিডিও দেখা যায়। অনেক সময় তো নাকি এই রিলের ভিউয়ের ওপর নায়ক-নায়িকাদের কাজ পাওয়ায় নির্ভর করে! এবার সেই স্রোতেই গা ভাসালেন ঊষসী।

June Aunty, Ushasie Chakraborty

পর্দার জুন আন্টির শেয়ার করা ভিডিওয় দেখা গিয়েছে, লাল রঙের একটি টপ, হালকা সবুজ রঙের একটি প্যান্ট এবং কাঁধে লম্বা ব্লেজার ঝুলিয়ে পুলের ধার দিয়ে হেঁটে আসছে তিন। সঙ্গে বাজছে গান। কিন্তু অভিনেত্রী যে অবতারেই ধরা দিন না কেন, দর্শকরা কিন্তু এখনও তাঁকে ‘জুন আন্টি’ হিসেবেই দেখেন।

ঊষসীর এই নতুন ভিডিওয় একটি কমেন্ট থেকে ফের একবার প্রমাণিত হয়ে গিয়েছে সেই কথা। একজন যেমন লিখেছেন, ‘আপনাকে খুব ভালোবাসি জুন আন্টি। আবার কবে খলনায়িকা হিসেবে ফিরবেন?’। দর্শকরা এখনও ‘জুন আন্টি’ হিসেবেই ঊষসীকে পর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন। তবে দর্শকরা ‘জুন আন্টি’ হিসেবে চাইলেও ঊষসী নিজেকে অন্য ভাবে তুলে ধরার চেষ্টা করছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥