‘মিঠাই’ (Mithai) ইজ দ্যা বেস্ট। দেখতে দেখতে টিভির পর্দায় জি বাংলার (Zee Bangla) এই সিরিয়ালের বয়স দু বছর পেরিয়ে গেলেও এখনও এই বাংলা সিরিয়ালের (Bengali Serial) প্রতি এক বিন্দু একঘেয়েমি আসেনি দর্শকদের। তাই আজও ভক্তদের কাছে মিঠাইরানী সেরার সেরা। দর্শকদের ভালোবাসা আর গোপালের আশীর্বাদে আজও এই সিরিয়ালের জনপ্রিয়তার ধারে কাছে পৌঁছাতে পারেনি কেউই।
শুরু থেকে আজ অব্দি মিঠাইরানির চরিত্রটিকে খুব সুন্দরভাবে সাবলীল অভিনয় দক্ষতায় ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। তাই সত্যিই তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। প্রসঙ্গত এই সিরিয়াল করার আগে সৌমিতৃষাকে অন্যান্য সিরিয়ালে দেখা গেলেও একমাত্র এই ধারাবাহিকের হাত ধরেই তিনি পেয়েছেন বাংলা জোড়া খ্যাতি।
মিঠাই চলাকালীন এই দীর্ঘ দুবছরের বেশি সময় ধরে মিঠাইরানির মুকুটে উঠেছে একাধিক পুরস্কার আর সম্মান। সেই সাথে দর্শকদের অফুরন্ত ভালোবাসা তো আছেই। আজ পর্যন্ত শুরু থেকেই নানা রকম ভাবে মিঠাই চরিত্রটিকে ভাঙতে দেখা গিয়েছে লেখিকাকে। শুরুতে জনাইয়ের মিঠাই মাথায় মিষ্টির হাঁড়ি নিয়ে বাড়ি বাড়ি মনোহারা বিক্রি করত।
তারপর কলকাতায় সিদ্ধেশ্বর মোদকের বাড়ি মনোহরা বিক্রি করতে এসে তুফানমেলের মতো উচ্ছে বাবুর জীবনে ঢুকে পড়া এবং তার সাথে বিয়ে হয়ে যাওয়া কিংবা মোদকবাড়ির সবথেকে প্রিয় বৌমা হয়ে ওঠা সবকিছুই ছিল যেন একপ্রকার স্বপ্নের মত। ধাপে ধাপে আদর্শ মেয়ে, বৌমা, স্ত্রী হওয়ার পর মিঠাইরানির জীবনে আসে মা হওয়ার পর্ব।
এরপর বেশ কিছুদিন মনোহরাতে মিঠাইয়ের বদলে দেখা গিয়েছিল মিঠিকে, এই মিঠি যদিও একেবারে আধুনিক যুগের মেয়ে। তার হাঁটাচলা স্বভাব সবকিছুই ছিল একেবারে অন্যরকম। একটা সময় দর্শকদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই মিঠি আদতে মিঠাই কিনা। এখন অবশ্য জানা গিয়েছে এই মিঠি আর মিঠাই আসলে আলাদা। এখন স্মৃতি হারিয়ে মিঠাই এখন হয়ে গিয়েছে মিষ্টির মা।
সদ্য ধারাবাহিকে দেখা গিয়েছে একমাত্র মেয়ে মিষ্টিকে ঘিরেই এখন তার জীবন। এতদিন দর্শক দেখেছিলেন মিঠির সাথে শাক্য এবং মিষ্টির মায়ের সাথে মিষ্টির সুন্দর সম্পর্কের রসায়ন। তাই এতদিন সকলেই অপেক্ষায় ছিলেন শাক্যর সাথে মিঠাইয়ের মিষ্টি মা ছেলের সম্পর্ক দেখার। যা দেখার পর থেকে এক কথায় মুগ্ধ হয়ে গিয়েছেন এই সিরিয়ালের দর্শকরা।
এদিন মিষ্টির খোঁজে পাগলের মতো করতে থাকা মিঠাই শাক্যর ঘরে ঢুকে এসে মিষ্টি মিষ্টি বলে ডাকতে থাকলে তাকে খুঁজে না পেয়ে যখন শাক্যকে আগলে ধরে তখন কিছুক্ষণের জন্য সে থমকে গিয়েছিল। এই দৃশ্যটিতে মিঠাইয়ের মিষ্টির মায়ের চরিত্রে সৌমিতৃষার অভিনয় দেখে চোখে জল এসে গিয়েছিল দর্শকদের। যা দেখে সকলেই এক কথায় বলছেন মিঠাই হোক কিংবা মিঠি অথবা মিষ্টির মা প্রতিটা চরিত্র একে অপরের থেকে আলাদা হলেও একেবারে জাত অভিনেতার মত খুব সুন্দর ভাবে প্রত্যেকটি চরিত্রের শেড দারুনভাবে ফুটিয়ে তুলেছেন সৌমিতৃষা। তাই এবার সৌমিতৃষার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলেই।