• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আগুন লাগিয়ে দিয়েছে অন্বেষা! সন্ধ্যাতারায় প্রতিবাদী রুপ দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শক

Updated on:

Audience praise Sandhyatara serial sandhya actress Annwesha Hazra's acting

চলতি সপ্তাহেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে একেবারে ব্র্যান্ড নিউ বাংলা সিরিয়ালের (Bengali Serial) ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। এই ধারাবাহিকের হাত ধরেই একেবারে ভিন্ন স্বাদের চরিত্র নিয়ে টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’ খ্যাত উর্মি অভিনেত্রী অণ্বেষা হাজরা (Annwesha Hazra)। দুই বোন সন্ধ্যা এবং তারার আত্মত্যাগ ও স্বার্থত্যাগের গল্প নিয়ে তৈরী এই সিরিয়ালে অন্বেষা অভিনয় করছেন সন্ধ্যা চরিত্রে।

প্রতিবারের মতো এবারও সন্ধ্যাতারা সিরিয়ালে অন্বেষের তুখোড় অভিনয় মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। টেলিভিশনের পর্দায় সিরিয়ালটির বয়স মোটে ৩ দিন।  আর এই অল্প দিনেই সন্ধ্যা চরিত্রটি বেশ ছাপ ফেলেছে দর্শকমহলে। সিরিয়ালটির প্লট অনুযায়ী সন্ধ্যা এবং তারা দুই বোন। একে অপরকে খুবই ভালোবাসে তারা।  একদিকে সন্ধ্যা, যেমন পরিশ্রমী আর কর্মঠ তেমনি প্রতিবাদী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,সন্ধ্যাতারা,Sandhyatara,সন্ধ্যা,Sandhya,অন্বেষা হাজরা,Annwesha Hazra,মন্টু,Mantu,সুন্দর অভিনয়,Beautiful Acting,প্রশংসা,Praise,দর্শক,Audience

রোদ্দুরের কড়া তাপে পুড়ে কৃষি কাজ করেই সংসার চালায় সে। যার জন্য নিজে কাঁধেই লাঙল টেনে চাষবাস করে সোনার ফসল ফলে সে। মালপত্র নিয়ে যেতে গ্রামের রাস্তায় ভ্যান চালাতেও দেখা গিয়েছে তাঁকে। বিধবা মায়ের অভাবের সংসারে এই সন্ধ্যাই একা একটা ছেলের সমান।

তাই নিজের সুখ স্বাচ্ছন্দ্য কবেই বিসর্জন দিয়েছে সে। ছোট বোন নিজের প্রাণের চেয়েও ভালোবাসে সে। বলতে গেলে বোনকে  নিজের সন্তানের মতোই নিঃস্বার্থ ভাবে ভালোবসে সন্ধ্যা। আর তারার মেজদি অর্থাৎ সন্ধ্যা অন্ত প্রাণ। তাই বাড়ির মানুষ গুলোর মুখে হাসি ফোটাতে আর দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য নিজের দিকে তাকানোর সময় নেই সন্ধ্যার।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,সন্ধ্যাতারা,Sandhyatara,সন্ধ্যা,Sandhya,অন্বেষা হাজরা,Annwesha Hazra,মন্টু,Mantu,সুন্দর অভিনয়,Beautiful Acting,প্রশংসা,Praise,দর্শক,Audience

গত পি[উড়বেই দর্শক দেখেছেন গুন্ডা মন্টুর হাত বোনকে রক্ষা করে কিভাবে তার মুখে ঝামা ঘষে দিয়েছিল সন্ধ্যা। এমনকি পাঞ্জা লড়ে মস্তান মন্টুকে গোহারা হারিয়েছিল সন্ধ্যা। এরপর দেখা যায় সাঙ্গপাঙ্গ নিয়ে সন্ধ্যার বাড়ি এসে বস্তা ভর্তি ফসলে আগুন ধরিয়ে দিয়ে যায় মা ঠানের দেওর মন্টু।

এরইমধ্যে ফাঁস হল সিরিয়ালের আগাম পর্বের ঝলক। সেখানে দেখা যাচ্ছে সন্ধ্যা নিজের জ্বলে যাওয়া ফসলের দাম নিতে নিজে এসেছে মা ঠানের বাড়িতে। এই পর্বের ঝলক শেয়ার করে সন্ধ্যা অভিনেত্রী অন্বেষার প্রশংসা করে এক দর্শক লিখেছেন ‘সন্ধ্যা চরিত্রে আগুন জ্বালিয়ে দিচ্ছে অনু দি।  চিরচেনা চঞ্চল, চটপটে চরিত্র থেকে বেরিয়ে এরকম প্রতিবাদি চরিত্রে পুরো ফাটিয়ে দিচ্ছে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥