• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুর্দান্ত অভিনয়ে টেক্কা দিচ্ছে সোনা-রূপাকেও! ‘পঞ্চমী’র এই শিশুশিল্পীর প্রশংসায় পঞ্চমুখ দর্শক

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,পঞ্চমী,Ponchomi,কিঞ্জল,Kinjol,নীলু,Neelu,শিশু শিল্পী,Child Artist,দর্শক,Audience,প্রশংসা,Praise

এমনিতে সাংসারিক কূটকচালী কিংবা পরকীয়ার মতো বিষয়ই বাংলা সিরিয়ালের (Bengali Serial) ক্ষেত্রে খুবই কমন এবং একইসাথে একঘেয়ে একটা টপিক। তাই সিরিয়ালের বিষয়বস্তুতে নতুনত্ব আনতেই এই ধরণের বস্তা পচা কনসেপ্ট ছেড়ে একেবারে অন্য পথে হেঁটেছেন স্টার জলসার (Star Jalsha) ‘পঞ্চমী’ (Ponchomi) সিরিয়ালের নির্মাতারা।

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন শুরু থেকেই এই ধারাবাহিকে দেখানো হচ্ছে নানা ধরনের অলৌকিক কান্ড-কারখানায় ভরা নাগ-নাগিনীর গল্প। ধারাবাহিকে নায়িকা পঞ্চমী চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সুস্মিতা দে। আর তাঁর  বিপরীতে নায়ক কিঞ্জলের (Kinjol) চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্তকে ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,পঞ্চমী,Ponchomi,কিঞ্জল,Kinjol,নীলু,Neelu,শিশু শিল্পী,Child Artist,দর্শক,Audience,প্রশংসা,Praise

আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা নাগ-নাগিনীর অলৌকিক এই কাহিনী শুরু থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। তাই অল্পদিনের মধ্যেই ভিন্ন স্বাদের এই সিরিয়ালটি দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছে। ধারাবাহিকে নাগিনী রুপী পঞ্চমীর লুক থেকে সিরিয়ালের গ্রাফিক্স সবকিছুই দারুন পছন্দ করেন দর্শক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,পঞ্চমী,Ponchomi,কিঞ্জল,Kinjol,নীলু,Neelu,শিশু শিল্পী,Child Artist,দর্শক,Audience,প্রশংসা,Praise

প্রসঙ্গত সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন নায়িকা পঞ্চমী নাগিন হলেও তাঁর নায়ক কিঞ্জল একজন মানুষ।  অন্যদিকে ধারাবাহিকে ইতিমধ্যেই পঞ্চমীকে মারার জন্য একাধিক ছক কষেছিল  কালনাগিনী তন্দ্রা এবং তান্ত্রিক।  কিন্তু বরাবরই পঞ্চমীর জীবনের রক্ষাকর্তা হয়ে তাঁকে  সারাক্ষণ রক্ষা করেছেন স্বয়ং বাবা নীলকন্ঠ, অর্থাৎ দেবাধিদেব মহাদেব।

তাই জন্মের পর থেকেই বাবা নীলকণ্ঠের আশীর্বাদে সমস্ত রকম বিপদের হাত থেকে রক্ষা পায় পঞ্চমী। আর ঈশ্বরের আশীর্বাদ ধন্য হওয়ায় মাঝেমধ্যেই অলৌকিক ঘটনা ঘটিয়ে ঘটিয়ে থাকে পঞ্চমী নিজেও। ধারাবাহিকে  বাবা নীলকন্ঠ অর্থাৎ  নীলুর চরিত্রে অভিনয় করছেন মিষ্টি একজন শিশু শিল্পী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,পঞ্চমী,Ponchomi,কিঞ্জল,Kinjol,নীলু,Neelu,শিশু শিল্পী,Child Artist,দর্শক,Audience,প্রশংসা,Praise

এমনিতে স্টার জলসার পর্দায় বেশ কিছু সিরিয়ালে একঝাঁক  শিশু শিল্পীদের অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে অনুরাগের ছোঁয়ার সোনা রুপা। তবে সোনা-রুপার থেকে  কিন্তু কোন অংশে পিছিয়ে নেই পঞ্চমী ধারাবাহিকের নীলু।  পর্দায় নীলু চরিত্রের এই শিশু শিল্পীর অভিনয় ইতিমধ্যেই মন ছুঁয়েছে দর্শকদের। তাই দর্শকরা পর্দার নীলুর  অভিনয় দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥