এখনকার দিনে সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অবসর সময়ের একমাত্র সঙ্গী হল মেগা সিরিয়াল। বিকেল গড়িয়ে সন্ধ্যে হতেই চা তেলেভাজার সাথেই প্রত্যেক বাড়িতে বসে যায় একের পর এক সিরিয়ালের আসর। প্রতিদিন টিভির পর্দায় পছন্দের সিরিয়াল দেখা একপ্রকার রোজকার অভ্যাসে পরিণত হয়েছে। তাই প্রতিদিন টিভির পর্দায় পছন্দের চরিত্রদের না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় সিরিয়ালের পোকা দর্শকদের।
প্রসঙ্গত এখনকার দিনের সিরিয়াল হোক কিংবা সিনেমা অভিনয়ের ক্ষেত্রে ভেঙে গিয়েছে নানা ধরনের প্রচলিত মিথ। তাই শুধু নায়ক-নায়িকার ভূমিকায় থাকা প্রধান চরিত্ররাই নয়। সমান গুরুত্ব পেয়ে থাকে অনান্য পার্শ্ব চরিত্র থেকে শুরু করে খলনায়ক-নায়িকারাও। বাংলা টেলিভিশনের ক্ষেত্রেও এই ঘটনা বিরল নয়।
পার্শ্বচরিত্রে অভিনয় করেও দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন ছোট পর্দার এমনই কয়েকটি জনপ্রিয় জুটি হল ‘দেশের মাটি সিরিয়ালয়ের রাজা-মাম্পি জুটি, কিংবা পিলু সিরিয়ালের রঞ্জা-মল্লার জুটি,এছাড়া হালের এক্কাদোক্কা সিরিয়ালের বুবলু কোহিনুর জুটি। তালিকাটা নিঃসন্দেহে বেশ লম্বা।
বাংলা সিরিয়ালের (Bengali Serial) এমনই দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী হলেন উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং সৌমি চক্রবর্তী (Soumi Chakraborty) । প্রসঙ্গত জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাইতে রাতুলের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন উদয়। অন্যদিকে পিলুতে রাই-এর চরিত্রে অভিনয় করে দর্শকমহলে বেশ পরিচিতি পেয়েছেন টেলি অভিনেত্রী সৌমি চক্রবর্তী।
উল্লেখ্য এই মুহূর্তে তাদের দুজনকেই দেখা যাচ্ছে জি বাংলার নতুন সিরিয়াল নিম ফুলের মধুতে। একদিকে সৌমিকে দেখা যাচ্ছে নায়িকা পর্ণার বান্ধবী রুচিরা চরিত্রে অন্যদিকে উদয়কে দেখা যাচ্ছে নায়কের ভাই চয়নের চরিত্রে। ইতিমধ্যেই এই সিরিয়ালের নতুন জুটি সৃজন-পর্ণাকে দারুন পছন্দ করেছেন দর্শক। তাদের পাশাপাশি এই সিরিয়ালে দর্শকদের নজর কেড়েছেন এই সিরিয়ালের চয়ন এবং রুচিরা জুটি। তাদের দেখে দর্শকদের একাংশের অনুমান আগামী দিনে তারাই হতে চলেছে এই সিরিয়ালের নতুন জুটি।