• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঘরে বাইরে দু’দিক সামলে ফাটিয়ে দিয়েছে পর্ণা! বৌমার প্রশংসা শুনে হাঁ ‘বাবুউউর মা’ 

Published on:

Parna Nim Phuler Modhu Babur Maa

কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Nim Phuler Modhu)।এই সিরিয়ালের হাত ধরে অল্পদিনের মধ্যেই পর্ণা হয়েই আরও একবার দর্শকদের মন জয় করে নিয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী  পল্লবী শর্মা (Pallavi Sharma)।

জি বাংলার বেঙ্গল টপার সিরিয়াল মিঠাইকে সরিয়ে রাত আটটার প্রাইম টাইম ছিনিয়ে নেওয়ার পাশাপাশি  শুরুতেই সাংসারিক কূটকচালি দেখানোর জন্য তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন নায়িকা। তবে গল্প এগোনোর সাথে সাথে ইতিমধ্যেই রক্ষণশীল দত্তবাড়ির বৌমা পর্ণাকে একেবারে আপন করে নিয়েছেন দর্শক। ভালোবাসাও দিচ্ছেন দু-হাত ভরে।

Nim Phuler Modhu,নিম ফুলের মধু,Porna,পর্ণা,Srijan,সৃজন,Office,অফিস,Household,সংসার,Audience,দর্শক,Praise,প্রশংসা,Cooking Vog,ভোগ রান্না

সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন আজকের দিনের পর্ণা নিজের বাড়িতে ছোট থেকেই খুব আদরে আর স্বাধীনতার মধ্যেই বড় হয়ে উঠেছে। কিন্তু তার স্বপ্ন ছিল যৌথ পরিবারের বৌ হয়ে পাঁচজনের সংসারে সবার সাথে মাইল মিশে থাকবে। বিয়ের আগে সেকথাই বারবার জানাতো নিজের জগু দাদা-কে। কিন্তু বিয়ের পর ছবিটাই একেবারে পাল্টে যায়।

স্বধিনচেতা স্পষ্টবাদী পর্ণা এসে পড়ে রক্ষণশীল ধ্যান ধারণার অধিকারী দত্ত বাড়িতে। সেখানে এসে যাই করতে যাচ্ছে তাতেই পদে পদে বাধা পাচ্ছে বাবুর মা অর্থাৎ শাশুড়ি কৃষ্ণার। কিন্তু তারপরেও পর্ণা যেভাবে খারাপের মধ্যেও ভালো খুঁজে নিচ্ছে তাতে এককথায় মুগ্ধ দর্শক। পুরনো নিয়মের বেড়াজাল ভেঙে নতুনকে সাদরে গ্রহণ করে চলেছে সে। আর এই বিষয়টিই হয়ে উঠেছে এই সিরিয়ালের অন্যতম মূল ইউএসপি।

Nim Phuler Modhu,নিম ফুলের মধু,Porna,পর্ণা,Srijan,সৃজন,Office,অফিস,Household,সংসার,Audience,দর্শক,Praise,প্রশংসা,Cooking Vog,ভোগ রান্না

সিরিয়ালে ইতিমধ্যেই পর্ণার চাকরি করা নিয়ে একচোট ঝামেলা হয়ে গিয়েছে। যার ফলে নিজের আত্মসম্মানের খাতিরে রাতের বেলাতেই বাড়িছাড়া পর্যন্ত হতে হয়েছিল তাকে। কিন্তু শেষমেশ ঠাকুর মধ্যস্থতায় খানিকটা হলেও সেই সমস্যার সমাধান হয়েছে। এরইমধ্যে আজকের পর্বে দেখা গিয়েছে সরস্বতী পুজোর দিন অগ্নিকাণ্ডের রিপোর্টিং করে বাড়ি এসেই পুজোর ভোগ রান্না করে ফাটিয়ে দিয়েছে পর্ণা।

Nim Phuler Modhu,নিম ফুলের মধু,Porna,পর্ণা,Srijan,সৃজন,Office,অফিস,Household,সংসার,Audience,দর্শক,Praise,প্রশংসা,Cooking Vog,ভোগ রান্না

তার এই লক্ষ্মী সরস্বতীর যুগল রূপ দেখে প্রশংসায় পঞ্চমুখ বাড়িতে উপস্থিত অতিথিরা। প্রশংসা করছেন দর্শকরাও। তেমনই একজন দর্শক সোশ্যাল মিডিয়ায় পর্ণার ভোগ রান্নার ছবি দিয়ে লিখেছেন ‘এতো ঝড় ঝাপ্টা পার হয়ে সবার যড়যন্ত্রকে উপেক্ষা করে পর্ণা দত্ত বাড়ির ঐতিহ্য রক্ষা করলো। ফুলকপির বসন্ত বিলাশ, গয়না আলুর দম, গোলাপখাস পোলাও।অফিস সংসার সবটাই কি সুন্দর ভাবে পালন করছে পর্ণা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥