• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চাঁদনী অতীত, মৌয়ের প্রেমেই হাবুডুবু খাচ্ছে ডোডো! মিষ্টি ‘মৌঝর’ মুহুর্ত দেখে মুগ্ধ দর্শক

Updated on:

Mou Dodo Moujhor Meyebela

এই মুহূর্তে বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হল স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela)। একেবারে বাস্তবতার মোড়কে মোড়া এই সিরিয়ালের মূল আকর্ষণ এখন নায়ক-নায়িকা মৌ ডোডোর (Mou-Ddod) সম্পর্কের রসায়ন। পর্দার এই মিষ্টি জুটিকে দেখলেই একেবারে মন ভালো হয়ে যায় দর্শকদের।

তাই দর্শকমহলে এখন দারুন জনপ্রিয় মেয়েবেলার মৌ-ডোডোর জুটি। দর্শকরা জানেন ধারাবাহিকে ডোডোর আর এক নাম নির্ঝর। তাই দর্শকরা ভালোবেসে তাঁদের জুটির নাম দিয়েছেন ‘মৌঝড়’। প্রসঙ্গত এই সিরিয়ালটি যারা নিয়মিত দেখেন তারা একবাক্যে স্বীকার করবেন সাম্প্রতিক যে কোন সিরিয়াল থেকে একেবারে আলাদা এই মেয়েবেলা।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Meyebela,মেয়েবেলা,Mou,মৌ,Dodo,ডোডো,Chandni,চাঁদনী,Audience,দর্শক,Praise,প্রশংসা,মৌঝড়,Moujhor

দর্শকদের ভালোবাসায় ইতিমধ্যেই ১০০ পর্ব ছুঁয়ে ফেলেছে এই সিরিয়াল। এক ছাদের তলায় থাকতে থাকতে গড়ে ওঠা মেয়েদের সম্পর্কের সমীকরণ খুবই বাস্তবসম্মত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিরিয়ালে। প্রসঙ্গত মৌয়ের সাথে বিয়ে হওয়ার আগে চাঁদনীর সাথে দীর্ঘ ১২ বছরের সম্পর্ক ছিল ডোডোর।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Meyebela,মেয়েবেলা,Mou,মৌ,Dodo,ডোডো,Chandni,চাঁদনী,Audience,দর্শক,Praise,প্রশংসা,মৌঝড়,Moujhor

এমনকি তাদের বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতির চাপে সবটা ওলট-পালট হয়ে যায় এবং শেষ পর্যন্ত মৌয়ের সিঁথিতেই সিঁদুর পরিয়ে দেয় নির্ঝর। তবে বিয়েটা পরিস্থিতির চাপে করলেও আজ পর্যন্ত কোনদিনই মৌয়ের প্রতি কোনো দায়িত্ব পালনে অবহেলা করেনি ডোডো।

আর তার চরিত্রের এই বৈশিষ্ট্যটাই দর্শকদের কাছে তাকে অনেক বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে। এই সিরিয়ালের এখনকার ট্রাকে দেখা যাচ্ছে এক দিকে ডোডো যখন মৌ এর প্রতি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে তখন তাদের মধ্যে নতুন করে ঢোকার চেষ্টা করছে চাঁদনী।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Meyebela,মেয়েবেলা,Mou,মৌ,Dodo,ডোডো,Chandni,চাঁদনী,Audience,দর্শক,Praise,প্রশংসা,মৌঝড়,Moujhor

যদিও এই কদিনেই মৌ এর সাথে থাকতে থাকতে তার সরল মনটাকে ভালোবেসে ফেলেছে ডোডো। ইতিমধ্যেই তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েও দিয়েছে ডোডো। আর ধারাবাহিকের এখনকার পর্বগুলিতে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হচ্ছে ডোডো মৌয়ের প্রেমে পড়ার দৃশ্যগুলি। মেয়েবেলার এই এপিসোড গুলিতে মিষ্টি ‘মৌঝোর’ মুহূর্ত  দেখেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥