• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জিও খেলনাবাড়ি! মাটি চাপা পড়ার দৃশ্যে মিতুলের অভিনয় দেখে প্রশংসায় ভরালেন দর্শক

Published on:

Mitul Khelnabari Audience praise

এই মুহূর্তে জি বাংলার ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) হল বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল। এই ধারাবাহিকের নায়িকা মিতুল (Mitul) যেন দু’হাতে দশভুজা। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। আর তাঁর বিপরীতে ইন্দ্র (Indra) চরিত্রে দেখা যাচ্ছে ‘কে আপন কে পর’ খ্যাত পরম অভিনেতা বিশ্বজিৎ ঘোষকে (Biswajit Ghosh)।

এই ধারাবাহিকের শুরু থেকেই মিতুলের সাবলীল অভিনয় ছাপ ফেলেছে দর্শকমহলে। এখনকার বাংলা সিরিয়ালে পর্দার দাপুটে নায়িকা মিতুলের জুড়ি মেলা ভার। তাই এই সিরিয়ালের অনুরাগীদের কাছে সবসময় বেশি নম্বর পেয়েই এগিয়ে থাকে মিতুল। ঘূর্ণির মেয়ে মিতুল পাল সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এইভাবেই পর্দার প্রতিবাদী মিতুল অল্পদিনেই হয়ে উঠেছেন দর্শকদের একেবারে ঘরের মেয়ে।

Mitul Khelna Bari Troll

টিআরপি তালিকায় এগিয়ে থাকতে প্রায় প্রতি সপ্তাহেই নতুন চমক থাকে এই সিরিয়ালে। মাঝে মধ্যেই দেখা যায় আজগুবি ঘটনা। যার জন্য গুগলির মিতুল মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংও কম হয় না। তবে কিছুর ঊর্ধ্বে গিয়ে বরাবরই দর্শকদেড় মন জয় করে নিয়েছে মিতুলের দুর্দান্ত অভিনয়। যা দেখে বারেবারে দর্শকরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।

তেমনই আজকের পর্ব দেখার পর আরও একবার মুগ্ধ হয়েছেন এই সিরিয়ালের দর্শক। আজকের পর্বে দেখা গিয়েছে নকল অন্তরার রহস্যভেদ করতে আশ্রমে গিয়ে রণোর পাতা ফাঁদে পরে ফেঁসে গিয়েছে মিতুল। জ্যান্ত অবস্থায় চিতায় তোলার পর এবার তাঁকে অজ্ঞান করে মাটি চাপা দিয়েছে রণো। এই দৃশ্যে মিতুলের অভিনয় দেখে প্রশংসায় করেছেন দর্শক।

Mitul Khelnabari Audience praise

এমনই একজন অনুরাগী খেলনা বাড়ির প্রশংসায় লিখেছেন ‘আজ বুঝলাম খেলনা বাড়ি ধারাবাহিক এর টিআরপি এতটা হাই হওয়ার কারন কি? খেলনা বাড়ি অবশ্যই জি বাংলা প্রোডাকশনের একটা মাস্টারপিস ধারাবাহিক। এই জন্যই এই ধারাবাহিক টি বৌমা একঘর এবং সাহেবের চিঠি ধারাবাহিক দুটিকে নিজের স্লট থেকে সরিয়েছে এবং এখন আলতা ফড়িং কেও নিজের স্লট থেকে সরানোর পথে। সত্যি খেলনা বাড়ির দম আছে মানতেই হবে । জিও খেলনা বাড়ি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥