রোজকার ইঁদুর দৌড়ের জীবন থেকে অবসর মিলতেই পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। আসলে দিনের পর পছন্দের সিরিয়াল দেখা সিরিয়ালের পোকা দর্শকদের কাছে একপ্রকার রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘ধূলোকণা’ (Dhulokona)।
শুরু থেকেই লীনা গাঙ্গুলীর এই সিরিয়াল ঘিরে দর্শকদের কৌতূহল রয়েছে চোখে পড়ার মতো। ধারাবাহিকে নায়িকা ফুলঝুরির (Phuljhuri) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিঅভিনেত্রী মানালি দে (Manali Dey) আর নায়ক লালনের (Lalon) চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ইন্দ্রাশিষ রায় (Indrashish Roy)। প্রথম থেকেই দর্শকদের অত্যন্ত পছন্দের জুটি তারা। তাই ভালোবেসে তাদের নাম মিলিয়ে কেউ তাদের বলেন ‘লাল ফুল’ আবার কেউ বলেন ‘লাল ঝুরি’।
এমনিতে লেখিকার বিরুদ্ধে দর্শকদের বরাবরের অভিযোগ তিনি তাঁর প্রায় প্রত্যেক সিরিয়ালের ‘পরকীয়া’ প্রমোট করেন। ব্যতিক্রম নয় ধূলোকণাও। মানসিকভাবে অসুস্থ লালন এখন ফুলঝুরিকে ছেড়ে দিয়ে থাকছে তিতিরের (Titir)সাথে। তাই লালনের জীবনে ফুলঝুরি এখন অতীত। এখন তিতির তার ভাবি স্ত্রী। অন্যদিকে লালন জীবন থেকে হারিয়ে যেতেই গানকেই খড়কুটোর মতো আঁকড়ে ধরেছে ফুলঝুরি।
গতকালই দেখা গিয়েছে একই একই মঞ্চে গান গাইতে উঠেছে লালন ফুলঝুরি। তবে গান গাওয়ার আগে লালন ফুলঝুরি দুজনেই জানিয়ে দিয়েছেন তাদের বিচ্ছেদের কথা। সেই সাথে লালন সকলের সাথেই পরিচয় করিয়ে দিয়েছে নিজের ভাবি স্ত্রী তিতিরের। গতকালই দেখা গিয়েছে লালনের মতই ফুল ঝুড়ির গান শুনে হাততালিতে ফেটে পড়েছে গোটা হল ঘর।
চ্যানেল কর্তৃপক্ষের তরফে ফুলঝুরির গান গাওয়ার সেই ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত একসময় কাজের মেয়ে থেকে গায়িকা (Singer) হয়ে ফুলঝুড়ির ঘুরে দাঁড়ানোর এই লড়াই দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। ফুলজুরির দুর্দান্ত গানের গলা শুনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলেই। তবে ট্রল করতেও ছাড়েনি অনেকে। কেউ বলেছেন জীবনে গান প্র্যাক্টিস না করেই গানের শিল্পী’। আবার কারও কারও কটাক্ষের মুখে পড়েছেন এই সিরিয়ালের লিপস্টিক জুটি ‘লালন তিতির’।