• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রূপে লক্ষী গুণে সরস্বতী, মঞ্চে ‘দীপা’ অভিনেত্রীর গানের গলা শুনে প্রশংসায় পঞ্চমুখ গোটা নেটপাড়া

Published on:

Anurager Chhowa Deepa actress Swastika Ghosh live singing performance praised by netizens

বিনোদন জগতের সাথে যুক্ত হওয়ার সুবাদে নায়িকারা কোন অনুষ্ঠানে গেলেই দর্শকরা সবার প্রথমে তাদের কাছে গান শোনানোর অনুরোধ জানিয়ে থাকেন। আর দর্শকদের অনুরোধ রাখতে পেশাদার গায়িকা না হয়েও দুই-এক কলি গান গেয়েও শোনান অভিনেত্রীরা। কিন্তু ভুললে চলবে না একজন অভিনেত্রীর পেশা কিন্তু অভিনয়। সে যে ভালো গানও গাইতে জানবে তার কোনো মানে নেই।

তাই অনেক সময় দেখা যায় অভিনেত্রীরা পর্দায় যতটা সুন্দর অভিনয় ফুটিয়ে তুলতে পারেন বাস্তবে তাঁদের গানের গলা কিন্তু খুব ততটাও ভালো হয় না।  যার ফলে বিনোদন জগতের জনপ্রিয় নায়িকা হয় স্টেজে গান গেয়ে ইতিমধ্যে ট্রোল হয়েছেন অনেকেই। যাঁদের মধ্যে সাম্প্রতিকতম উদাহরণ হলেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Sar Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh,সুন্দর গলা,Beautiful Voice,ভাইরাল ভিডিও,Viral Video

তবে অনেকেই কিন্তু ব্যতিক্রমও হয়ে থাকেন। টেলিভিশনের পর্দায় তুখোর অভিনয়ের পাশাপাশি গানের গলাও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে অনেক অভিনেত্রীর। বাংলা সিরিয়ালের (Bengali Serial) এমনই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন স্টার জলসার (Sar Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালের দীপা (Deepa) অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Sar Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh,সুন্দর গলা,Beautiful Voice,ভাইরাল ভিডিও,Viral Video

আসলে অভিনেত্রীর বাড়িতে প্রথম থেকেই ছিল গানের পরিবেশ। খুব ভালো গান গাইতে পারেন স্বস্তিকার বাবা-মা দুজনেই।তাই অভিনয়ে আসার অনেক আগে থেকেই গানের সাথে সম্পর্ক রয়েছে অভিনেত্রীর। আর এই কারণেই অভিনয়ের মতো অসাধারণ গানের গলা রয়েছে তাঁর।

সম্প্রতি স্বস্তিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে উঠেই তিনি দর্শক আসনে উপস্থিত ছেলে এবং মেয়েদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চাইছেন তারা প্রেম করেন কিনা? কিন্তু কেউ কোন উত্তর না দেওয়া অভিনেত্রী ধরে নেন সকলে বাড়িতে গিয়ে কথা শোনার ভয়তে কিছু বলছেন না।

এরপরেই সবার মনের মধ্যে থাকা প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে করে স্বস্তিকা আশিকি টু সিনেমার ‘তুহি নিয়ে মুঝকো বাতা দে।’ গানটি গাইতে শুরু করেন স্বস্তিকা। প্রসঙ্গত এর আগে বাংলায় স্বস্তিকার দুর্দান্ত গানের গলা শুনে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। আর এদিন তাঁর অসাধারণ হিন্দি গানের গলা শুনে আরও অনেক বেশি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥