• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘অনুরাগের ছোঁয়া’ থেকে উধাও খলনায়িকা! মন খারাপ মিশকা ভক্তদের 

Published on:

Anurager Chhowa Mishka Ahona Dutta

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকের খলনায়িকা (Villain) মিশকার (Mishka) গা জ্বালানো সংলাপ আর অভিনয় দেখে মাথা গরম হয়ে যায় দর্শকদের। ধারাবাহিক এই চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)।

জি বাংলার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এর মঞ্চ থেকেই অভিনয় জগতে প্রবেশ করেন অহনা। প্রথম সিরিয়ালেই খলনায়িকার চরিত্র করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তাই অনুরাগীরা এখন তাকে মিশকা নামেই বেশি চেনেন। ধারাবাহিকে বহুদিন ধরে একনাগারে শয়তানি করে চলেছে সে। কিছুতেই তার মুখোশ খুলতে পারছে না নায়িকা দীপা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,খলনায়িকা,Villain,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahona Dutta,মিস,Miss,দর্শক,Audience

একটার পর একটা শয়তানি করে বারবার পার পেয়ে চলেছে মিশকা। প্রতিদিন তাঁকে টিভির পর্দায় দেখলে যেমন দর্শকদের রাগে গা জ্বলতে থাকে তেমনি তাকে দেখতে না পেলেও কিন্তু বেশ মিস করেন অনুরাগীরা।  আসলে সিরিয়ালে যতই নায়ক-নায়িকার রোম্যান্স থাকুক না কেন দর্শকদের কাছে কিন্তু এই ‘মিশকা বুড়ি’র শয়তানি ছাড়া সিরিয়ালটা যেন একপ্রকার অসম্পূর্ণ।

On audience demand Anurager Chonwa most awaited track has come

এমনটাই মত অনুরাগের ছোঁয়া সিরিয়ালের ভক্তদের। আসলে সম্প্রতি দু তিন দিন ধরে এই সিরিয়ালে দেখা নেই সোনা-রুপার পচা আন্টি মিশকার। তাই তাঁর শয়তানি থেকে সংলাপ সবটাই বেশ মিস করতে শুরু করেছেন দর্শক। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ফ্যান পেজগুলিতে ধরা পড়ছে সেই ছবি। সিরিয়ালে মিশকাকে শেষবার দেখা গিয়েছে সূর্যের কেবিনে ফাইল চুরি করতে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,খলনায়িকা,Villain,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahona Dutta,মিস,Miss,দর্শক,Audience

সোনাই যে সূর্যের আসল মেয়ে ডিএনএ টেস্ট করে সে কথা ইতিমধ্যেই জেনে গিয়েছে মিশকা। কিন্তু এতদিন ধরে নানা কারণে সেই ফাইল হাতে আসেনি তাঁর। তবে এদিন ফাইনালি সূর্যের কেবিন থেকে ডয়ারের লক খুলে সেই ফাইল হাতিয়ে নিয়েছে মিশকা। আর তারপর দেখা গিয়েছে সূর্যের সামনেই  সোনাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে মিশকা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,খলনায়িকা,Villain,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahona Dutta,মিস,Miss,দর্শক,Audience

আর তাতেই রেগে আগুন সূর্য তাঁকে দূর দূর করে কেবিন থেকে তাড়িয়ে দিয়েছে। তারপর থেকে তাকে আর দেখা যাচ্ছে না সিরিয়ালে। তাই এখন অনুরাগীরা হন্যে হয়ে  খুঁজছেন তাদের বেবি ডলকে। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করেছেন ‘মিশকা কে খুব মিস করছি’। আবার কেউ লিখেছেন ‘শয়তানি মিশকাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোথায় গেল সে’? যার ফলে বোঝাই যাচ্ছে নায়ক নায়িকা সূর্য-দীপা কিংবা খুদে সদস সোনা রুপার মতোই এই সিরিয়ালের দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি চরিত্র মিশকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥