সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়।ইদানিং সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘ধূলোকণা’ (Dhulokona)। লেখিকা লীনা গাঙ্গুলীর (Leena Ganguly) লেখা এই ধারাবাহিক নিয়ে দর্শকমহলে আলোচনার শেষ নেই। এমনিতেই এখনকার দিনে যে কোনো সিরিয়ালের ক্ষেত্রেই বিয়ে মানেই অতন্ত্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। এককথায় টিআরপি বাড়ানোর মোক্ষম সুযোগ।
এমনিতেই প্রিয় নায়ক নায়িকাদের বিয়ে দেখার জন্য বরাবরই দর্শকদের কৌতূহলের শেষ নেই। একটা সময় ছিল যখন ধারাবাহিকের নায়ক নায়িকা লালন (Lalon) – ফুলঝুরির (Phuljhuri) বিয়ে দেখার জন্য একেবারে মুখিয়ে ছিলেন দর্শক। অনেক সাধ্য সাধনার পর নানান নাটকীয় পর্বের শেষে লেখিকা লীনা গাঙ্গুলী (Leena Ganguly) শেষমেষ বিয়ে দিয়েছিলেন সিরিয়ালের এই নায়ক নায়িকা জুটির।

দর্শকরা ভালোবেসে তাদের নাম দিয়েছিলেন ‘লালঝুরি’ (Laljhuri)। এই সিরিয়াল যারা নিয়মিত দেখেন তারা জানেন এই মুহূর্তে ধারাবাহিক চলছে টানটান উত্তেজনার পর্ব। একসময় যে ফুলঝুরিকে চোখে হারাতে লালন এখন সেই ফুলঝুরির চোখের সামনেই বিয়ে করছে তিতিরকে। সামনে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে একেবারে বুক ফেটে যাচ্ছে ফুলঝুরির। আসলে এই মুহূর্তে নিজের পুরনো সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে লালন। তার মনে নেই কে ফুলঝুরি, কিংবা তার সাথে আদৌ কোনদিন তার বিয়ে হয়েছিল মনে সেকথাও।
এমনকি নিজের পরিবারের লোকজনদেরও চিনতে পারছে না লালন। তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লালনের সাথে তীরের বিয়ে। প্রসঙ্গত ধারাবাহিকের প্লট অনুযায়ী লালন অর্থাৎ গোগলকে চিকিৎসকের স্ত্রী নিজের ছেলের মত ভালবাসেন। আবার তার সাথেই বিয়ে দিতে চাইছেন নিজের মেয়ে তিতিরের। যা দেখে ট্রোল করতে ছাড়েননি দর্শকদের একাংশ। অনেকেই বলছেন শেষ পর্যন্ত এইভাবে ধুলোকণাতে ভাই বোনের বিয়েও দেখানো হলো।
সেই সাথে হাসির রোল উঠেছে আরো একটি বিষয়কে কেন্দ্র করে। আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধারাবাহিকে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে বিয়ের পিঁড়িতে বসে তিতির জানায় সিঁদুরের গুঁড়োতে তার এলার্জি আছে তাই সিঁদুর নয় লালন যেন তার সিঁথিতে লাল লিপস্টিক পরিয়ে দেয়। এই দৃশ্য দেখেই ট্রোলিং শুরু হয়েছে নেট পাড়ায়। নেটিজেনদের দাবি উড়ন্ত সিঁদুর, উড়ন্ত মালা, উড়ন্ত গায়ে হলুদের পর এবার এই প্রথম স্টার জলসায় পর্দায় দেখা গেল লিপস্টিক দিয়ে বিয়ে।
আবার অনেকে মনে করছেন আসলে ইচ্ছা করেই এই ভাবে বিয়েটা দিয়েছেন লেখিকা লীনা গাঙ্গুলী। যাতে লালন কে চতুর্থবারের জন্য আবারও বিয়ের পিঁড়িতে বসাতে পারেন তিনি। সব মিলিয়ে কখনও ভাই বোনের বিয়ে তো কখনো লিপস্টিক দিয়ে বিয়ে দেখিয়ে জননোষের মুখে পড়েছেন সিরিয়ালের লেখিকা লীনা গাঙ্গুলী। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ যায়নি তাঁকে।