ইদানিং বাংলা সিরিয়ালের জগতে বেঙ্গল টপারের সিংহাসনে রীতিমতো রাজ করছে একটাই সিরিয়াল তা হল স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। ইদানিং দর্শকমহলে এই সিরিয়াল নিয়ে চর্চার শেষ নেই। আজই প্রকাশ্যে এসেছে এই সপ্তাহের টি আর পি তালিকা। গত দু’সপ্তাহের মতো এই সপ্তাহেও টি আর পি (TRP)-তে টপ করেছে অনুরাগের ছোঁয়া।
যা দেখার পর থেকে আর খুশি ধরছে না ভক্তদের। এই নিয়ে পরপর ৩ সপ্তাহ ‘বেঙ্গল টপার’ (Bengal Topper) হয়ে হ্যাট্রিক করেছে ‘অনুরাগের ছোঁয়া’। কিন্তু তারপরেও সিরিয়ালের একঘেয়ে ট্র্যাকে কোনো নড়চড় নেই। যদিও টিআরপিতে টপ করার পর থেকে সকলেই আশায় বুক বেঁধেছিলেন খুব তাড়াতাড়ি ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি আসবে সূর্য দীপা। কিন্তু কোথায় কি?
সেই একঘেয়ে শয়তানি করেই যাচ্ছে মিশকা (Mishka) আর দীপার (Deepa) বোন উর্মি (Urmi)। অথচ না এখনও সত্যি জানলো সূর্য(Surjo)। আর না সোনা (Sona) জানলো তার ফুলমা’ই তার আসল মা। একই ছবি রুপা (Rupa)আর দীপার ক্ষেত্রেও। সব মিলিয়ে বারবার তীরে এসে তরী ডুবছে আর সত্যিটা আড়ালেই থেকে যাচ্ছে। কিন্তু এবার দর্শকদের ধৈর্য্যের বাঁধ ভাঙছে। যার আঁচ এসে পড়ছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
তাই সোশ্যাল মিডিয়ার পাতায় ক্ষোভ উগরে দিয়ে কেউ লিখেছেন, ‘আর কত মোড় ঘুরবে। মোড় ঘুরতে ঘুরতে এবার দর্শকের মাথা ঘুরছে’। আবার কারও অভিযোগ, সবাই একটানা বদমাইশি করছে কিন্তু কেউ ধরতে পারছে না। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এবার সূর্য দীপার মিল না হলে সিরিয়ালের দর্শক সংখ্যা কমতে শুরু করবে আগামী দিনে।
তাই এখন দেখার দর্শকদের ভালোবাসা আর চাহিদার কথা মাথায় রেখে নির্মাতারা সত্যিই একঘেয়ে ট্রাকে বদল আনবেন নাকি এখনও সূর্য-দীপার ভুল বোঝাবুঝিই দেখতে হবে দর্শকদের। যদিও সব প্রশ্নের উত্তর পেতে দর্শকদের হাতে এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই