গত মাসেই জি বাংলার পর্দায় (Zee Bangla) শুরু হয়ে গিয়েছে চলতি মরশুমের ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। দীর্ঘ ১০ বছর পর এই অনুষ্ঠানে মহাগুরু হয়েই ফিরে এসেছেন বলিউডের ডিস্কো কিং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শুধু তাই নয় চলতি মরশুমে এই নাচের অনুষ্ঠানের হাত ধরে বাংলার দর্শক ফিরে পেয়েছেন আরও একাধিক পুরনো নস্টালজিয়া।
শুধু তাই নয় দর্শকদের নষ্টালজিয়াকে দ্বিগুণ উস্কে দিতে চমকের শেষ নেই এখানেই। পুরনো নষ্টালজিয়াকে উস্কে দিয়েই এবছর এই নাচের মঞ্চে ফিরছেন ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’-এর ‘পান্তা ভাতের কুন্ডু’ (Panta Bhater Kundu) খ্যাত দীপান্বিতা কুন্ডু (Dipanwita Kundu)। প্রতি সপ্তাহেই তাঁর দুর্দান্ত এক্সপ্রেশন আর নাচ দেখে মন ভরে যাচ্ছে বাংলার দর্শকদের।
এবার বাংলার জনপ্রিয় নাচের রিয়েলিটি শো এর বিরুদ্ধে উঠলো এক ভয়ানক অভিযোগ। দর্শকদের দাবি এবারের এই প্রতিযোগিতায় অন্যান্য প্রতিযোগীদের তুলনায় একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেলিব্রিটি প্রতিযোগী দীপান্বিতা কুন্ডু ওরফে দর্শকদের প্রিয় পান্তা ভাতের কুন্ডুকে। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন দর্শকদের একটা বড় অংশ।
প্রসঙ্গত এই নাচে রিয়ালিটি শো তে একসময় শিশু শিল্পী হয়ে ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’এ অংশগ্রহণ করেছিলেন দীপান্বিতা। সেবার তিনি বিজয়ী হতে না পারলেও তাঁর অংশগ্রহণে এই রিয়ালিটি শোয়ের টিআরপি বেড়েছিল তারতরিয়ে। দর্শকরা সকলেই জানেন দীপান্বিতা কুন্ডু বরাবরই মহাগুরু মিঠুন চক্রবর্তীর একটু বেশিই আদরের।
এমনকি দর্শকরা তাঁদেরকে দাদু-নাতনিও বলে থাকেন। সেই ছোটবেলাতেই দীপান্বিতাকে মিঠুন চক্রবর্তী নাম দিয়েছিলেন ‘পান্তা ভাতের কুন্ডু’। সেই থেকেই তিনিও দর্শকদের কাছে তিনি ওই নামেই পরিচিত। ছোটবেলার মতোই দীপান্বিতার নাচে চোখ মুখেরএক্সপ্রেশন রয়েসহ দুর্দান্ত। যা বরাবরই মুগ্ধ করে দর্শকদের।