• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাউথের পর এবার বাংলা থেকেও চুরি! ‘যমালয়ে জীবন্ত মানুষ’ এর টুকে তৈরি Thank God! রইল ট্রেলার

Published on:

Audience claims Ajay Devgn starrer Thank God is copied from Jamalaye Jibanta Manush

বলিউডের ওপর এমনিতেই বেশ চটে আছেন দর্শকরা। ছবি রিলিজের আগেই উঠছে বয়কটের ডাক। এসবের মাঝে ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে ভালো ব্যবসা করায় বলিউডের সুদিন ফিরছে বলে মনে করছিলেন সিনে প্রেমী মানুষরা। তবে এবার ফের এক হিন্দি ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেই সিনেমা হল অজয় দেবগণ, সিদ্ধার্থ মলহোত্রার ‘থ্যাঙ্ক গড’ (Thank God)। এই ছবির বিরুদ্ধে উঠেছে টুকলির মতো গুরুতর অভিযোগ।

গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘থ্যাঙ্ক গড’এর ট্রেলার। তা দেখে দর্শকদের একাংশের বেশ ভালোই লেগেছিল। কিন্তু আবার অন্যদিকে শুরু হয়েছে বিতর্কও। ইতিমধ্যেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে ‘থ্যাঙ্ক গড’এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এবার ছবির বিরুদ্ধে টুকলির মতো অভিযোগ উঠেছে।

Thank God movie

‘থ্যাঙ্ক গড’এর ট্রেলার দেখার পর থেকে নেটপাড়া একেবারে উত্তাল হয়ে গিয়েছে। নেটিজেনদের একাংশ এই ছবির বিরুদ্ধে টুকলির অভিযোগ তুলেছেন। দর্শকদের মতে, এতো ভানু বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী ‘যমালয়ে জীবন্ত মানুষ’এর (Jamalaye Jibanta Manush) হিন্দি ভার্সন! প্রসঙ্গত, দীনবন্ধু মিত্রের লেখা গল্প থেকে প্রফুল্ল বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন এই ছবি। ১৯৫৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি এখনও দর্শকদের মনের মণিকোঠায় নিজের স্থান ধরে রেখেছে। আর সেই ছবিই অজয়-সিদ্ধার্থরা ‘টুকে’ দেওয়ায় বেশ চটে গিয়েছেন দর্শকরা।

Jamalaye Jibanta Manush

সদ্য মুক্তি পাওয়া ছবির ট্রেলারে দেখা গিয়েছে, গাড়ি চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন বদমেজাজি আয়ান (সিদ্ধার্থ মলহোত্রা)। জ্ঞান ফেরার পর দেখেন, এক অদ্ভুত জায়গায় পৌঁছে গিয়েছেন তিনি। সামনে দাঁড়িয়ে স্যুট বুট পরা চিত্রগুপ্ত (অজয় দেবগণ), রয়েছেন যমরাজও। তিনি জানান, আয়ান জীবন-মৃত্যুর মাঝে রয়েছেন। তবে এবার সে স্বর্গে যাবে নাকি নরকে তা এবার তাঁর পাপ-পুণ্যের বিচার করার পর ঠিক করা হবে।

আর ট্রেলার দেখামাত্রই ছবির বিরুদ্ধে উঠেছে ‘যমালয়ে জীবন্ত মানুষ’ থেকে টুকলি করার অভিযোগ। কারণ সেই কালজয়ী সিনেমায় দেখানো হয়েছিল, সিধু (ভানু বন্দ্যোপাধ্যায়) আত্মহত্যা করার পর যমালয়ে পৌঁছে যান। এরপর ছবিতে যা যা হয়েছিল, সেই সবকিছুই ‘থ্যাঙ্ক গড’এ ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর অভিযোগ তুলেছেন দর্শকরা।

‘যমালয়ে জীবন্ত মানুষ’ থেকে ‘থ্যাঙ্ক গড’ টুকে দেওয়া প্রসঙ্গে চলচ্চিত্র বিশেষজ্ঞদের একাংশ বলেন, একই কনসেপ্টের ওপর ভিত্তি করে আগেও সিনেমা তৈরি হয়েছে। তাই এটিকে ঠিক নকল বলা যায় না। আবার প্রযোজক রানা সরকার এই বিষয়ে বলেন, গল্পের বিশেষ অংশগুলি এক রেখে যদি বাকি জিনিসগুলি সামান্য এদিক ওদিক করা হয়, তাহলে কিন্তু তা টুকলিই হবে। তবে দর্শকদের একাংশ অবশ্য বলছেন, ট্রেলার দেখে নয়, সম্পূর্ণ ‘থ্যাঙ্ক গড’ দেখার পর বিচার করা উচিত, তা সত্যিই ‘যমালয়ে জীবন্ত মানুষ’ থেকে টুকেছে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥