• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ZEE5-এ আর দেখতে পারবেন না পছন্দের বাংলা সিরিয়াল! নতুন নিয়মে ক্ষুদ্ধ দর্শক

Published on:

No Free Bengali Serial episodes in Zee5 now have to subscribe to watch

বাংলা সিরিয়াল (Bengali Serial) মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি জিনিস। সেই জন্যই তো রোজ বিকেলে টিভির সামনে বসে পড়েন তাঁরা। তবে সবাই যে টেলিভিশনের পর্দাতেই সিরিয়াল দেখেন তা কিন্তু নয়। এমন অনেকে রয়েছেন যারা স্মার্টফোনে বিভিন্ন অ্যাপে ধারাবাহিক দেখে থাকেন। স্টার জলসা, জি বাংলা (Zee Bangla) নয়, বরং পছন্দের সিরিয়াল দেখার জন্য অনেক দর্শকরা মানুষই আস্থা রাখেন ডিজনি প্লাস হটস্টার, জি ফাইভের (ZEE5) মতো ওটিটি প্ল্যাটফর্মে।

সময়ের সঙ্গে প্রযুক্তির ব্যাপক উন্নতি হয়েছে। এখন প্রায় ৯০% শতাংশ মানুষের কাছেই স্মার্ট ফোন রয়েছে। এই স্মার্ট ফোন আসায় সিরিয়ালপ্রেমী মানুষদেরও প্রচণ্ড সুবিধা হয়েছে। কারণ আগে ধারাবাহিক (Serial) দেখার জন্য টিভিই ছিল তাঁদের একমাত্র অপশন। সেক্ষেত্রে সিরিয়াল একবার মিস হয়ে গেলে সেটার রিপিট দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হতো তাঁদের।

Neem Phooler Madhu, ZEE5, Bengali serial

তবে স্মার্ট ফোন এসে যাওয়ায় সেই সমস্যা মিটেছে। এখন যখন ইচ্ছা মোবাইল ফোনে সিরিয়াল দেখে নেওয়া যায়। কোনও পর্ব মিস হয়ে গেলেও নিজের সুবিধা মতো সময়ে তা দেখে নিতে পারেন দর্শকরা। এতদিন পর্যন্ত এই নিয়মটাই কার্যকর ছিল। তবে এখন সেটা অতীত হয়ে গিয়েছে। কারণ জি ফাইভ অ্যাপে নতুন নিয়ম দেখা যাচ্ছে।

জি বাংলায় সম্প্রচারিত সকল সিরিয়াল জি ফাইভ অ্যাপে দেখা যেত। তবে এখন এই অ্যাপে সাম্প্রতিক পর্ব সম্প্রচারিত হচ্ছে না বলে অভিযোগ করছেন দর্শকরা। তাঁদের দাবি, ২ জুনের পর থেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা।

Gouri Elo, Bengali serial, ZEE5

জি ফাইভের নিয়ম অনুযায়ী, যাদের কাছে এই অ্যাপের সাবস্ক্রিপশন রয়েছে তাঁরা যেদিনের পর্ব সেদিনই দেখে নিতে পারবেন। কিন্তু যাদের কাছে সাবস্ক্রিপশন নেই তাঁদের পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। এই নিয়মেই চটে গিয়েছেন দর্শকদের একাংশ। তাঁদের দাবি, যাদের সামর্থ্য নেই সাবস্ক্রিপশন নেওয়ার, তাঁদের জন্য এই নিয়ম খুবই খারাপ।

জানা যাচ্ছে, সিরিয়ালের টিআরপি বৃদ্ধির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ টিভির দর্শকদের ওপর নির্ভর করেই প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকা প্রকাশিত হয়। এখন যেহেতু অনেকেই অ্যাপে সিরিয়াল দেখে নিচ্ছেন, সেই জন্য তার প্রভাব টিআরপি তালিকাতেও পড়ছে। এই সমস্যা যাতে একটু কম হয়, সেই জন্যই জি-র তরফ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥