• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেড়েই চলেছে ন্যাকামি! তিতিরকে ঠকিয়ে লালনকে বিয়ে করবে না, ফুলঝুরির ঢং দেখে চটে লাল দর্শকরা

Published on:

Audience are very angry with Fuljhuri in Dhulokona

বাংলা টেলিভিশনে এই মুহূর্তে সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিকগুলির (Bengali serial) মধ্যে একটি হল ‘ধুলোকণা’ (Dhulokona)। লালন, ফুলঝুরির (Fuljhuri) কাহিনী দর্শকদের বেশ পছন্দের। ধারাবাহিকটির টিআরপিও বেশ আকর্ষণীয়। গত কয়েকদিনে ‘ধুলোকণা’য় আবার একাধিক টুইস্টও আনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় জমিয়ে ট্রোলিং হলেও দর্শকদের বেশ পছন্দের এই ধারাবাহিক।

তবে মাঝেমধ্যে অদ্ভুত কিছু জিনিস দেখিয়ে দর্শকদের রোষের মুখেও পড়েছে ‘ধুলোকণা’। মাঝে যেমন লিপস্টিক দিয়ে বিয়ে করা দেখে হাসির রোল উঠেছিল নেটপাড়ায়। সম্প্রতি সেই বিয়ের আসল কারণ জানা গিয়েছে। তবে এবার নায়িকা ফুলঝুরির ন্যাকামি দেখে রেগে আগুন হয়ে গিয়েছে দর্শকদের একাংশ।

Fuljhuri from Dhulokona

কিছুদিন আগেই দেখানো হয়েছিল, লালন (Lalon) স্মৃতিশক্তি হারানোর পর যে চিকিৎসকের বাড়িতে থাকছিল, তাঁর মেয়েকেই বিয়ে করেছে। বিয়ের সময় সেই চিকিৎসক, ফুলঝুরি এবং ফুলঝুরির পরিবারের সদস্যরা চাইছিলেন যাতে লালনের সব কিছু মনে এসে যায়। কিন্তু তেমনটা হয়নি। লিপস্টিক দিয়ে দু’জনের বিয়ে হয়ে যায়। তবে এখন আবার ‘ধুলোকণা’য় দেখানো হচ্ছে লালনের স্মৃতি ফিরে এসেছে।

সব কিছু মনে চলে আসার পর স্বাভাবিকভাবেই সে নিজের স্ত্রী ফুলঝুরির সঙ্গেই আবার সংসার করতে চায়। কিন্তু এবার বেঁকে বসেছে ফুলঝুরি নিজে। তিতির যে আসলে ভালো সেকথা জানতে পারার পর এখন সে বারবার তিতির সঙ্গেই সংসার করার জন্য লালনকে জোর করছে।

Titir From Dhulokona

ফুকঝুরি বারবার এক কথাই বলে যাচ্ছে, ‘তিতির দিদিকে ঠকিয়ে আমি লালনকে বিয়ে করব না’। আর একথা শুনেই তাঁর ওপর বেজায় চটে গিয়েছেন দর্শকদের একাংশ। এতদিন ধরে যাকে ফিরে পাওয়ার জন্য এত কান্নাকাটি করছিল, এখন তাঁকে ফিরে পেয়ে ফুলঝুরির দূরে সরিয়ে দেওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা।

Lalon and Fuljhuri

ক্ষুব্ধ দর্শকদের অভিযোগ, ফুলঝুরি বরাবর এমনটাই করে আসছে। যতবারই লালন বিয়ে করতে আসে সে অহংকার দেখিয়ে তাঁকে ফেরত পাঠিয়ে দেয়। আর বারবার এই একই জিনিস দেখে এবার দর্শকদের প্রশ্ন, লালন কি সত্যিই এতটা ফেলনা যে ফুলঝুরি বারবার ওঁকে অহংকার দেখিয়ে দূরে সরিয়ে দেয়? বারবার ফুলঝুরি ন্যাকামি করবে আর লালনকে সেগুলো সহ্য করে যেতে হবে!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥