• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চুল খুললেই সবাই মিঠাই হয় না, শুরুতেই ফ্লপ ‘নিম ফুলের মধু’! প্রথম এপিসোড দেখেই ক্ষুব্ধ দর্শকরা

Published on:

Audience are very angry after watching Neem Phuler Modhu first episode, compares it with Mithai

সোমবার থেকে শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’য়ের জায়গায় রাত ৮টার স্লটে শুরু হয়েছে এই ধারাবাহিকের সম্প্রচার। মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা রুবেল দাস এবং ‘কে আপন কে পর’ খ্যাত পল্লবী শর্মা।

‘মিঠাই’কে (Mithai) সরিয়ে রাত ৮টার স্লটে ‘নিম ফুলের মধু’ শুরু হওয়ায় প্রথম থেকেই ক্ষিপ্ত ছিলেন দর্শকদের একাংশ। এবার ধারাবাহিকের প্রথম পর্ব দেখার পর তো সেই রাগ যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। জি বাংলার তরফ থেকে সিরিয়ালের প্রথম পর্বের একটি ঝলক শেয়ার করা হয়েছে সেখানেই নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা।

Pallavi Sharma New Serial Nim Phuler Modhu

‘নিম ফুলের মধু’র প্রথম পর্ব প্রচণ্ড হতাশ করেছে দর্শকদের। সিরিয়ালের কাহিনী থেকে শুরু করে কাস্টিং- কিছুই ভালোলাগেনি তাঁদের। ধারাবাহিকের প্রথম পর্বে দেখানো হয়েছে, নায়িকা পর্ণার মা চায় সে আমেরিকা নিবাসী একজন এনআরআই ছেলেকে সে বিয়ে করুক। কিন্তু পর্ণার সেই ছেলেকে বিয়ে করার কোনও ইচ্ছাই নেই। কলকাতারই এক জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করতে চায় সে। মায়ের ঠিক করা ছেলের সঙ্গে গাড়ি করে কলকাতায় ঘুরতে বেড়িয়ে আচমকাই গাড়ি থামিয়ে বন্ধুদের সঙ্গে গঙ্গার ঘাটে চলে যায় পর্ণা।

সেখানেই নায়ক সৃজনের সঙ্গে প্রথম দেখা হয় নায়িকার। সিরিয়ালের নায়ক আবার উত্তর কলকাতার এক বনেদী বাড়ির ছেলে। নিজের ঠাকুমাকে নিয়ে প্রতিদিন গঙ্গায় স্নান করাতে যায় সৃজন। ‘নিম ফুলের মধু’র প্রথম পর্বে পর্ণার সঙ্গে তাঁর মা, বাবা, ভাইয়ের সম্পর্ক এবং সে কেমন জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ি চায় তা দেখানো হয়েছে। গঙ্গার ঘাটে পর্ণা ও সৃজনের প্রথম দেখাতেই শেষ হয় ধারাবাহিকের প্রথম এপিসোড।

Neem Phuler Modhu

‘নিম ফুলের মধু’র এই এপিসোড দেখে একেবারেই ভালোলাগেনি দর্শকদের। তাঁদের নাকি সিরিয়ালের কাহিনী অত্যন্ত বোরিং লেগেছে। অনেকে আবার এও বলেছেন যে পল্লবী-রুবেলের সিরিয়ালের কাহিনী প্রচণ্ড বোরিং।

Neem Phuler Modhu review

কেউ কেউ তো আবার ‘নিম ফুলের মধু’র কাস্টিং নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁদের দাবি, পর্ণা বাবা-মা’কে দেখে তাঁর দাদা-বৌদি মনে হচ্ছে। অনেকে তো আবার এও বলছেন যে ধারাবাহিকের গল্প নাকি ‘আদিম যুগ’এর। এক কথায়, ‘নিম ফুলের মধু’র প্রথম পর্ব দেখেই এই সিরিয়ালকে ফ্লপ বলে দেগে দিয়েছেন দর্শকরা। এবার দেখা যাক, ধারাবাহিকের গল্প এগোনোর পর সেটি দর্শকদের ভালোলাগে কিনা!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥