• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেগন্যান্ট হয়ে সাধ থেকে বাচ্চা সব ৫ দিনেই হয়ে গেল! ‘মিঠাই’র গাঁজাখুরি গল্প দেখে চটে লাল দর্শক

Updated on:

Audience are really angry as Mithai got pregnant and deliver her baby in just 5 days

জি বাংলার তো বটেই, বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক (Bengali serial) হল ‘মিঠাই’ (Mithai)। একটা সময় ছিল সপ্তাহের পর সপ্তাহ ধরে টিআরপি তালিকায় শীর্ষস্থান ধরে রাখত এই ধারাবাহিক। তবে এখন অবশ্য সেই জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে। বেশ কয়েক সপ্তাহ ধরে তো প্রথম পাঁচেও নেই ‘মিঠাই’।

তবে ফের পুরনো জনপ্রিয়তা ফিরে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ‘মিঠাই’এর নির্মাতারা। গল্পে একাধিক টুইস্ট এনে দর্শকদের চমক দিয়ে ফের টিআরপি তালিকায় বাজিমাত করতে চাইছেন তারা। তবে কিছুতেই যেন কিছু হচ্ছে না।

Mithai and Siddhartha

এমনিতেই ‘মিঠাই’এর টিআরপি কমে যাওয়ার জন্য নেটিজেনদের একাংশ ধারাবাহিকের নির্মাতা এবং লেখিকাকে দোষারোপ করছে। তবে এসবের মাঝেই মাত্র ৫ দিনের মধ্যেই এক বছরের গল্প দেখিয়ে দিয়ে ফের ট্রোলের মুখে পড়েছেন তাঁরা।

গত কয়েকদিনের মধ্যেই বাস্তব জীবনের একটা বছর পার করে ফেলেছে ‘মিঠাই’। এই দিন কয়েক আগেই দেখানো হয়েছিল মা হতে চলেছেন মিঠাইরানী। এরপর দেখানো হয় তাঁর সাত মাসের সাধ ভক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসবের রেশ কাটতে না কাটতেই দু’দিন পর দেখিয়ে দেওয়া হয় মিঠাই মা হয়ে গিয়েছে। গুরুদেবের আশ্রমে গিয়ে সেখানেই জন্ম নিয়েছে মিঠাই এবং সিদ্ধার্থের ছেলে।

Mithai Sadh new promo comes out

প্রেগন্যান্সি থেকে সাধ হয়ে বাচ্চার জন্ম সব কিছু এত তাড়াহুড়ো করে দেখিয়ে এবার দর্শকদের রোষের মুখে পড়েছে ‘মিঠাই’এর নির্মাতারা। অনেকে তো আবার ধারাবাহিকের তাড়াহুড়ো দেখে মন্তব্য করেছেন যে ‘এটা মানুষ নাকি কোনও অনলাইন অ্যাপ? সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল!’

Mithai,Mithai pregnant,Bengali serial,entertainment,মিঠাই,মিঠাই প্রেগন্যান্ট,বাংলা সিরিয়াল,বিনোদন

প্রসঙ্গত, নতুন ধারাবাহিক আসায় খুব তাড়াতাড়ি আবার ‘মিঠাই’এর স্লটও পরিবর্তন হতে চলেছে। রাত ৮টার বদলে এবার সন্ধ্যে ৬টায় দেখা যাবে এই ধারাবাহিক। এমনিতেই নির্মাতাদের ওপর ঠিকভাবে প্রোমো না দেখানো সহ বেশ কিছু কারণে নির্মাতাদের ওপর চটে ছিলেনই দর্শকরা, এবার এসব গাঁজাখুরি দেখানোয় সেই রাগ আরও অনেকটা বেড়ে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥