• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এটাই রাম নামের মাহাত্ম্য, একগাদা ফ্লপ দেওয়ার পর দিওয়ালিতে সুপারহিট অক্ষয় কুমারের ‘Ram Setu’

চলতি বছর বলিউড (Bollywood) সুপারস্টার অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত পরপর তিনটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। যার জেরে শুরু থেকেই বেশি চিন্তায় ছিলেন বলিউডের খিলাড়ি। চতুর্থ ছবি ওটিটি’তে রিলিজ করার পর পঞ্চম ছবি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দিওয়ালির পরের দিনই দর্শকদের জন্য ‘উপহার’ নিয়ে হাজির হয়েছিলেন বলিউডের ‘খিলাড়ি’। ২৫ অক্টোবর মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘রাম সেতু’ (Ram Setu)।

পরপর তিনটি ছবি ফ্লপ হওয়ার পর ‘রাম সেতু’ নিয়ে আশায় বুক বেঁধেছিলেন অক্ষয়। ঐতিহাসিক গুরুত্ব যুক্ত রাম সেতুর ওপর ভিত্তি করে তৈরি হওয়া এই ছবির ট্রেলার দেখ মুগ্ধ হয়েছিল দর্শকরাও। এবার ছবি রিলিজের পর তা দেখে যেন দর্শকদের মুগ্ধতা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে।

   

Ram Setu movie trailer

সোশ্যাল মিডিয়া খুললেই অক্ষয়ের ছবি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া চোখে পড়বে। ‘রাম সেতু’ দেখে দর্শকরা একবাক্যে জানিয়ে দিচ্ছেন, সত্যিই এটি ‘সেরা দিওয়ালি উপহার’। দর্শকদের মতে, অক্ষয় এমন একটি ছবি বানিয়েছেন যা ছোট-বড় প্রত্যেকে দেখতে পারবেন। দিওয়ালির সময় মুক্তি পাওয়া একেবারে যথার্থ পারিবারিক সিনেমা এটি।

‘রাম সেতু’ দেখার পর একজন দর্শক যেমন লিখেছেন, রাম নামের জন্য প্রেক্ষাগৃহে একেবারে অন্য রকম এক পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। এর আগে ‘দ্য কাশ্মীর ফাইলস’ এমন মুগ্ধ করেছিল। অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় ‘রাম সেতু’র হাউসফুল প্রেক্ষাগৃহের ছবিও শেয়ার করেছেন। কোথাও আবার দেখা যাচ্ছে, পর্দায় রাম নাম যখন হচ্ছে, সেই সঙ্গে তাল মিলিয়ে গেরুয়া পতাকা হাতে অনেকে নাচছেন। সব মিলিয়ে দর্শকদের দারুণ পছন্দ হয়েছে আক্কির সিনেমা।

চলতি বছর ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’এর পর অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এরপর ‘কাটপুতলি’ ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হয়। পরপর  চারটি সিনেমা আশানুরূপ ফল না করতে পারার পর ‘রাম সেতু’র প্রচারে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন বলি সুপারস্টার। যদিও ছবির অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান দেখে কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন তিনি। তবে মুক্তি পাওয়ার পরই বদলে গিয়েছে সম্পূর্ণ চিত্র।

Ram Setu movie

জানিয়ে রাখি, ‘রাম সেতু’তে একজন পুরাতত্ত্ববিদের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। ছবিতে প্রথমে তাঁকে নাস্তিক দেখানো হলেও পরে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হয়ে ওঠেন তিনি। ‘রাম সেতু’তে অক্ষয়ের সঙ্গেই অভিনয় করেছেন দুই বলি সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ এবং নুসরত ভারুচ্চা।