বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির (Tollywood) দুই নামী অভিনেত্রী হলেন ইন্দ্রাণী হালদার (Indrani Halder) এবং দেবশ্রী রায় (Debashree Roy)। সিনেদুনিয়ার পাশাপাশি টেলি ইন্ডাস্ট্রিতেও অবাধ বিচরণ তাঁদের। ইন্দ্রাণীকে এখনও দর্শকদের একটি বিরাট অংশ ‘শ্রীময়ী’ নামে চেনে। অপরদিকে বেশ কয়েকবছর পর্দা থেকে দূরে থাকার পর দেবশ্রী নিজের কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেন জি বাংলার ‘সর্বজয়া’ ধারাবাহিকের (Serial) হাত ধরে।
যদিও ‘সর্বজয়া’ প্রথম নয়, একসময় দূরদর্শনের বেশ কিছু ধারাবাহিকে কাজ করেছিলেন দেবশ্রী। ‘নাগরপাড়ে রূপনগর’, ‘দেনা পাওনা’, ‘বিরাজ বৌ’, ‘লৌহ কপাট’এর মতো সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শকরা। যদিও এরপর বেশ অনেকগুলি বছর অভিনয় জগত থেকে দূরে ছিলেন তিনি। এরপর ফের ‘সর্বজয়া’র হাত ধরে টেলি ইন্ডাস্ট্রিতে (Television) কামব্যাক করেন দেবশ্রী।
অপরদিকে ইন্দ্রাণীও ‘শ্রীময়ী’র আগে বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। সে তালিকায় নাম রয়েছে ‘গোয়েন্দা গিন্নি’, ‘সীমারেখা’র মতো সিরিয়ালের। তবে অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ‘শ্রীময়ী’ ধারাবাহিকে। এরপর থেকে আর কোনও সিরিয়ালে দেখা যায়নি ইন্দ্রাণীকে। এখন অবশ্য ‘ঘরে ঘরে জি বাংলা’র সঞ্চালিকা হিসেবে মাঝেমধ্যে টিভির পর্দায় দেখা মেলে তাঁর।
দেবশ্রী ও ইন্দ্রাণীকে এক সময় টলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে গণ্য করা হতো। একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তাঁরা। শোনা যায়, তাঁদের সম্পর্কও দারুণ। এবার এই দুই নায়িকাই নাকি একসঙ্গে একটি সিরিয়ালে কাজ করতে চলেছেন। শীঘ্রই টেলিভিশনের পর্দায় সম্প্রচার শুরু হবে সেই ধারাবাহিকের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একজন নেটাগরিক এমনই সংবাদ দিয়েছেন।
দেবশ্রী এবং ইন্দ্রাণী টলিউড অভিনেত্রী হিসেবে যতখানি সফল ছিলেন, ততখানি সফলতা টেলি নায়িকা হিসেবে পেয়েছেন। ইন্দ্রাণীর ‘শ্রীময়ী’র জনপ্রিয়তা এখনও দর্শকমহলে দেখার মতো। অপরদিকে বেশ কয়েক বছর অভিনয় দুনিয়া থেকে সরে থাকলেও ‘সর্বজয়া’য় দেবশ্রী-ম্যাজিক ভালোই কাজ করেছিল। সেই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর মন খারাপ হয়ে গিয়েছিল অনেকের।
দর্শকরা অনেকদিন ধরেই চাইছিলেন, নতুন সিরিয়ালে ফিরুক দেবশ্রী এবং ইন্দ্রাণী। কেউ কেউ আবার এও চাইছেন, টলিউডের এই দুই খ্যাতনামা নায়িকাকে নিয়ে একটি সিরিয়াল শুরু হোক। সম্প্রতি অবশ্য ইন্দ্রাণী জানিয়েছেন, শীঘ্রই বাংলা সিরিয়ালে ফিরছেন তিনি। এবার দেখা যাক, দর্শকদের দাবি মেনে সেই ধারাবাহিকে দেবশ্রীরও দেখা মেলে কিনা।